মাহমুদউল্লাহর ফেরার লড়াই শুরু

মাঠে তার পা পড়ছে কয়েক দিন থেকে। তবে পায়ের সমস্যাতে পারছিলেন না অনুশীলন করতে। চলছিল বিশ্রাম পর্ব। হ্যামস্ট্রিংয়ের সেই চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াই অবশেষে শুরু করতে পারলেন মাহমুদউল্লাহ। বুধবার থেকে শুরু করেছেন রানিং।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2019, 11:41 AM
Updated : 4 Dec 2019, 11:41 AM

বিপিএলে মাহমুদউল্লাহর এবারের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অনুশীলনও শুরু হয়েছে এ দিন। মিরপুর একাডেমি মাঠে সতীর্থদের অনুশীলন দেখেছেন দলের সম্ভাব্য অধিনায়ক। পাশাপাশি করেছেন নিজের কাজটুকুও। পরে জানালেন, খুব একটা সমস্যা অনুভব করেননি রানিংয়ে।

“রানিং শুরু করেছি আজকে। ভালোভাবেই হয়েছে। আজ অবশ্য হালকা রানিং ছিল, স্রেফ জগিং। সব ঠিক থাকলে আশা করি ২-৩ তিন পর ব্যাটিং শুরু করতে পারব।”

আগামী বুধবার এবারের বিপিএলের প্রথম ম্যাচেই মাঠে নামবে মাহমুদউল্লাহর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফিট হয়ে ওঠার জন্য তাই খুব বেশি সময় নেই এই অলরাউন্ডারের হাতে।

ভারত সফরে কলকাতা টেস্টে ব্যাটিংয়ে রান নেওয়ার সময় হ্যামস্ট্রিংয়ে টান লেগেছিল মাহমুদউল্লাহর। মাঠ ছেড়েছিলেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। আর ব্যাটিংয়ে ফিরতে পারেননি। পরে স্ক্যানে ধরা পড়েছিল গ্রেড ওয়ান টিয়ার।