ম্যাক্সওয়েলের মতোই ক্রিকেট থেকে বিরতিতে ম্যাডিনসন

‘মানসিক স্বাস্থ্যজনিত’ সমস্যার কারণে পাকিস্তানের বিপক্ষে তিন দিনের ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অস্ট্রেলিয়া ‘এ’ দলের ওপেনার নিক ম্যাডিনসন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2019, 10:37 AM
Updated : 9 Nov 2019, 10:37 AM

অস্ট্রেলিয়ান ক্রিকেটে এক সপ্তাহের মধ্যে দুজন ক্রিকেটার বিরতিতে গেলেন এই একই কারণে। ম্যাডিনসনের আগে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের মাঝপথে সরে দাঁড়ান জাতীয় দলের তারকা ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল।

পার্থে সোমবার শুরু হতে যাওয়া ম্যাচে ম্যাডিনসনের জায়গায় দলে নেওয়া হয়েছে কিপার-ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রাফটকে।

অস্ট্রেলিয়ার হয়ে ২০১৬ সালে তিনটি টেস্ট খেলেছেন ম্যাডিনসন। এছাড়াও খেলেছেন ছয়টি টি-টোয়েন্টি। ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যানও ম্যাক্সওয়েলের মতো সমর্থন পাচ্ছেন সবার। অস্ট্রেলিয়া ‘এ’ দলের কোচ গ্রায়েম হিক বলেছেন, “নিক সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা সবাই তার পাশে আছি। গোপনে এটি নিয়ে কাতরানোর চেয়ে প্রকাশ্যে তুলে ধরা অনেক সাহসের ব্যাপার। নিজের স্বাস্থ্যকে সবার আগে প্রধান্য দেওয়ার জন্য আমি নিককে সাধুবাদ জানাই।”