সুমনের ৫ উইকেটের পর রাকিবুল-তাইবুরের দৃঢ়তা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Oct 2019 05:36 PM BdST Updated: 12 Oct 2019 07:44 PM BdST
সকালে ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট নিয়ে প্রথম ইনিংসে দলকে লিড এনে দিলেন সুমন খান। প্রথম ইনিংসে দুর্দান্ত এক ইনিংস খেলা তাইবুর রহমান দাঁড়িয়ে গেলেন এবারও। দারুণ সঙ্গ পেলেন রকিবুল হাসানের। তাদের দৃঢ়তায় রাজশাহীকে চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার পথে রয়েছে ঢাকা।
জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের ম্যাচে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২০৬ রান করেছে ঢাকা। প্রথম ইনিংসে ১৯৭ রানে গুটিয়ে যাওয়া রাজশাহীর চেয়ে ২৪৯ রানে এগিয়ে আছে তারা। তাইবুর ৬৭ ও সুমন ১ রানে ব্যাট করছেন।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৬ উইকেটে ১৭৩ রান নিয়ে দিন শুরু করে রাজশাহী। ঢাকার দুই পেসার সালাউদ্দিন শাকিল ও সুমনের তোপে মাত্র ২৪ রান যোগ করেই বাকি চার উইকেট হারায় বর্তমান চ্যাম্পিয়নরা।
সহায়ক কন্ডিশনে শুরুতেই ফরহাদ রেজাকে ফেরান বিকেএসপির সাবেক ছাত্র সুমন। এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নেওয়া জহুরুলকে থামান শাকিল। রাজশাহী অধিনায়ক ২২০ বলে করেন ৬৪ রান।
তাইজুল ইসলামকে ফিরিয়ে প্রথমবারের মতো পান পাঁচ উইকেটের স্বাদ ১৯ বছর বয়সী সুমন। শফিউল ইসলামকে ফিরিয়ে দুইশর আগেই প্রতিপক্ষকে থামিয়ে দেন শাকিল। ৫০ রানে ৫ উইকেট নেন সুমন। ৪৭ রান দিয়ে শাকিলের শিকার ৩ উইকেট।
দ্বিতীয় ইনিংসে সাবধানী শুরু করেন ঢাকার দুই ওপেনার। মন্থর ব্যাটিংয়ে ৫৯ বলে ৮ রান করা আব্দুল মজিদকে ম্যাচে দ্বিতীয়বারের মতো আউট করেন তাইজুল। ২০ রান করে ফেরেন প্রথম ইনিংসে ফিফটি করা রনি তালুকদার। থিতু হয়ে রান আউটে কাটা পড়েন জয়রাজ শেখ।
চতুর্থ উইকেটে ৯৫ রানের জুটিতে দলকে পথ দেখান রাকিবুল ও তাইবুর। ৬৫ রান করা রাকিবুলকে বোল্ড করে জুটি ভাঙেন রেজা। পরে ঢাকা অধিনায়ক শুভাগত হোম চৌধুরীকেও ফেরান ডানহাতি এই পেসার। ৮২ রানে ৩ উইকেট নেন তাইজুল।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা বিভাগ ১ম ইনিংস: ২৪০
রাজশাহী বিভাগ ১ম ইনিংস: (আগের দিন ১৭৩/৬) ৭৭.৫ ওভারে ১৯৭ (জহুরুল ৬৪, রেজা ১৬, তাইজুল ৫, শফিউল ১০, শফিকুল ০*; শাহাদাত ৭-১-২২-০, সুমন ২৭-৯-৫০-৫, শাকিল ১৫.৫-৩-৪৭-৩, অপু ১৭-৩-৪৫-১, শুভাগত ১১-৩-৩১-১)
ঢাকা বিভাগ ২য় ইনিংস: ৮০ ওভারে ২০৬/৬ (মজিদ ৮, রনি ২০, জয়রাজ ৩০, রকিবুল ৬৫, তাইবুর ৬৭*, শুভাগত ১০, শাকিল ০, নাজমুল ০, সুমন ১*; শফিউল ১৪-২-২১-০, রেজা ১৮-৫-২৯-২, শফিকুল ১১-০-৩৯-০, তাইজুল ৩৩-৫-৮২-৩, অভিষেক ১-০-১০-০, সাব্বির ৩-০-২১-০)
-
মাঠ ভেজা, টসে দেরি
-
বর্ণবাদ রুখতে ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টিতে বিশেষ ব্যবস্থা
-
‘অপরাজেয় অনুভব করছে বেয়ারস্টো’
-
টেস্টে উন্নতির পথ খুঁজছে বিসিবি, বাড়তে পারে ম্যাচ ফি
-
জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না সাকিব
-
কোহলির রোগের দাওয়াই দিলেন বয়কট
-
‘ওপেন করলে গিলক্রিস্টের মতোই ভয়ঙ্কর হতে পারে পান্ত’
-
শ্রীলঙ্কার আরও তিন ক্রিকেটার কোভিড পজিটিভ
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বকে শাস্তি, এটাতো মানবাধিকার লঙ্ঘন: প্রধানমন্ত্রী
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ভোক্তা অধিকারের ডিজির কফিতে মাছি, ৫০,০০০ টাকা জরিমানা
- ‘ওপেন করলে গিলক্রিস্টের মতোই ভয়ঙ্কর হতে পারে পান্ত’