রাব্বির তোপে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় সিলেট
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Oct 2019 06:49 PM BdST Updated: 12 Oct 2019 07:44 PM BdST
দিনের শুরুতে সিলেটকে গুঁড়িয়ে দিলেন কামরুল ইসলাম রাব্বি ও নুরুজ্জামান। মাত্র ৮৬ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও স্বস্তিতে নেই অলক কাপালীর দল। বরিশালের বিপক্ষে ইনিংস ব্যবধানে পরাজয়ের চোখ রাঙানি সিলেটের সামনে।
দ্বিতীয় স্তরের ম্যাচে তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে সিলেটের সংগ্রহ ২ উইকেটে ২৭ রান। ইমতিয়াজ হোসেন ১৪ ও নাইটওয়াচম্যান এনামুল হক জুনিয়র ১ রানে ব্যাট করছেন। ইনিংস ব্যবধানে হার এড়াতে এখনও ১১৮ রান চাই তাদের।
শেষ বিকালে ইনিংসের দ্বিতীয় ওভারেই আঘাত হানেন নুরুজ্জামান। স্টাম্পড করে তৌফিক খানকে ফিরিয়ে দেন এই অফ স্পিনার। রাহাতুল ফেরদৌসকে বিদায় করেন তৌহিদুল ইসলাম।
দিনের বাকি সময়টা নিরাপদে কাটিয়ে দেন ইমতিয়াজ ও এনামুল। চতুর্থ ও শেষ দিনে তাদের সামনে অপেক্ষা করছে কঠিন লড়াই।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে শনিবার প্রথম ইনিংসে ৩ উইকেটে ৬৮ রান নিয়ে দিন শুরু করে সিলেট। আগের দিন প্রতিরোধ গড়া জাকির হাসানকে দিনের প্রথম বলেই বিদায় করেন রাব্বি। সেই ওভারেই তরুণ কিপার-ব্যাটসম্যান জাকের আলীকে ফিরিয়ে দেন এই পেসার।
পরের ওভারে শাহানুর রহমানকে বোল্ড করে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নেন তিনি। এই ফরম্যাটে প্রথমবার পাঁচ উইকেট পেয়েছিলেন ২০১২ সালে। রেজাউর রহমানকে কট বিহাইন্ড করে সিলেটকে ৮৬ রানে গুটিয়ে দেন রাব্বি।
১৮ রানে শেষ ৭ উইকেট হারায় সিলেট। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে নুরুজ্জামানের। এই অফ স্পিনার ৩ ওভারে কোনো রান না দিয়ে নেন ৩ উইকেট। সিলেটের পাঁচ ব্যাটসম্যান খুলতে পারেননি রানের খাতা। শনিবার সকালে মাত্র ১২.১ ওভারেই শেষ ৭ উইকেট হারায় সিলেট।
জবাবে শাহরিয়ার নাফীস ও রাফসান আল মাহমুদের ব্যাটে ভালো শুরু পায় বরিশাল। ৬ চারে ৩৩ রান করা রাফসানকে ফিরিয়ে ৮০ রানের শুরুর জুটি ভাঙেন রেজাউর। পঞ্চাশ ছোঁয়ার পর বেশিদূর যেতে পারেননি শাহরিয়ার। ১০ চারে ফিরেন ৬৩ রান করে।
অধিনায়ক মাহমুদ দায়িত্বশীল ব্যাটিংয়ে টানেন দলকে। বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান ১১ চার ও ১ ছক্কায় ৯২ বলে করেন ৭০ রান। মিডল অর্ডারে রান পাননি মোহাম্মদ আশরাফুল, মোসাদ্দেক হোসেন, নুরুজ্জামান, শামসুল ইসলাম।
দলীয় ২৩১ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে রাব্বি ফেরার সময় ইনিংস ঘোষণা করে বরিশাল।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট ১ম ইনিংস: (আগের দিন ৬৮/৩) ৪৩.১ ওভারে ৮৬ (জাকির ৩২, কাপালী ১৮, জাকের ০, শাহানুর ০, এনামুল জুনিয়র ৮, রেজাউর ০, ইমরান ০, রুহেল ০*; রাব্বি ১৬.১-৫-২৪-৬, তৌহিদুল ১১-২-৩৩-১, মোসাদ্দেক ৫-০-১৫-০, মনির ৫-৩-৮-০, তানভীর ২-১-৪-০, আশরাফুল ১-০-১-০, নুরুজ্জামান ৩-৩-০-৩)
বরিশাল ১ম ইনিংস: ৫৮.৩ ওভারে ২৩১/৮ (ইনিংস ঘোষণা) (শাহরিয়ার ৬৩, রাফসান ৩৩, মাহমুদ ৭০, আশরাফুল ৬, মোসাদ্দেক ৫, নুরুজ্জামান ১, শামসুল ১১*, মনির ২, রাব্বি ১৯, তানভীর ০*; ইমরান ১১-০-৪২-১, রুহেল ১৬-০-৭৩-১, রেজাউর ১৭-৩-৭৪-৩, শাহানুর ৩-২-৯-০, কাপালী ৭-৩-১৫-২, এনামুল জুনিয়র ৪.৩-০-১২-১)
সিলেট ২য় ইনিংস: ১১ ওভারে ২৭/২ (ইমতিয়াজ ১৪, তৌফিক ০, রাহাতুল ১১, এনামুল হক জুনিয়র ১; রাব্বি ৬-১-১২-০, নুরুজ্জামান ৩-০-১২-১, তোহিদুল ২-০-২-১)
-
বর্ণবাদ রুখতে ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টিতে বিশেষ ব্যবস্থা
-
‘অপরাজেয় অনুভব করছে বেয়ারস্টো’
-
টেস্টে উন্নতির পথ খুঁজছে বিসিবি, বাড়তে পারে ম্যাচ ফি
-
জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না সাকিব
-
কোহলির রোগের দাওয়াই দিলেন বয়কট
-
‘ওপেন করলে গিলক্রিস্টের মতোই ভয়ঙ্কর হতে পারে পান্ত’
-
শ্রীলঙ্কার আরও তিন ক্রিকেটার কোভিড পজিটিভ
-
গায়ানার উইকেটে স্পিনে সুবিধা দেখছেন মাহমুদউল্লাহ
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- শাস্তি পেল বাংলাদেশ দল
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বকে শাস্তি, এটাতো মানবাধিকার লঙ্ঘন: প্রধানমন্ত্রী
- ভোক্তা অধিকারের ডিজির কফিতে মাছি, ৫০,০০০ টাকা জরিমানা
- ‘ওপেন করলে গিলক্রিস্টের মতোই ভয়ঙ্কর হতে পারে পান্ত’