শেষ টেস্টেও থাকছেন না সাকিব

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গত কদিন ধরে নিয়মিতই আসছেন সাকিব আল হাসান। জিম করছেন, চলছে পুনর্বাসন। টুকটাক বোলিংও করছেন। তাতে জেগেছিল শেষ টেস্টের আগে তার নিউ জিল্যান্ড যাওয়ার আশা। তবে শেষ পর্যন্ত নিউ জিল্যান্ড সফরে শেষ টেস্টেও অধিনায়ককে পাচ্ছে না বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2019, 11:37 AM
Updated : 11 March 2019, 11:37 AM

বিপিএলের ফাইনালে ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পেয়ে নিউ জিল্যান্ড সফরে যেতে পারেননি সাকিব। সে সময় তার মাঠে ফেরার সম্ভাব্য যে সময়সীমা ঠিক করা হয়েছিল, তাতে তৃতীয় টেস্টে খেলার সম্ভাবনা ছিল। গত কয়েকদিনে সম্ভাবনা খানিকটা উজ্জ্বলও হয়েছিল।

তবে সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানালেন, ম্যাচ খেলার মতো অবস্থায় আসতে আারেকটু সময় লাগবে সাকিবের।

“আমরা যে মেডিকেল রিপোর্ট পেয়েছে, তাতে আগামী ২০ মার্চের আগে সে ফিরতে পারবে না। কয়েকদিন ট্রেনিং করবে, তার পর দেখা যাবে কোন অবস্থায় থাকবে। তবে নিউ জিল্যান্ডে ওর যাওয়ার কোনো সম্ভাবনাই নেই।”

নিউ জিল্যান্ডে বাংলাদেশ এখন দ্বিতীয় টেস্ট খেলছে ওয়েলিংটনে। শনিবার থেকে শেষ টেস্ট শুরু ক্রাইস্টচার্চে।

এই সফরের পর মে মাসের আগে আর খেলা নেই বাংলাদেশ দলের। চোট কাটিয়ে সাকিবের মাঠে ফেরা হতে পারে তাই ২৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএল দিয়ে।