দুর্দান্ত কোহলিকে থামিয়ে এগিয়ে অস্ট্রেলিয়া

আউট হলো নাকি হয়নি? আম্পায়ারের সিদ্ধান্ত হয়ে গেছে, তবে সংশয়ও অনেকের রয়ে গেছে। ওই সিদ্ধান্তই গড়ে দিয়েছে প্রথম ইনিংসের পার্থক্য। অসাধারণ ইনিংস খেলে আউট হয়েছেন বিরাট কোহলি। নাথান লায়নের দারুণ বোলিংয়ে এরপর অস্ট্রেলিয়া নিয়েছে লিড। ভারতীয় বোলাররা লড়াই চালিয়ে গেছে, তবে অস্ট্রেলিয়ার লিডও বেড়ে চলেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2018, 12:49 PM
Updated : 16 Dec 2018, 12:49 PM

পার্থ টেস্টে ১২৩ রান করে কোহলি আউট হয়েছেন সংশয়পূর্ণ সিদ্ধান্তে। ভারতকে ২৮৩ রানে থামিয়ে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া নিয়েছে ৪৩ রানের মূল্যবান লিড। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৩২ রান নিয়ে তারা শেষ করেছে তৃতীয় দিন।

দুই ইনিংস মিলিয়ে অস্ট্রেলিয়া এগিয়ে ১৭৫ রানে। উইকেট মনে হচ্ছে সময়ের সঙ্গে হয়ে উঠছে আরও গতিময়। চিড়ও ফুটে উঠতে শুরু করেছে। শেষ ইনিংসে ভারতের রান তাড়া হবে তাই দারুণ চ্যালেঞ্জিং।

উইকেট পেস সহায়ক বলেই লায়নের কৃতিত্ব বেড়ে যাচ্ছে আরও বেশি। এমন উইকেটেই স্পিনে দক্ষ ভারতীয় ব্যাটসম্যানদের সামনে মেলে ধরেছিলেন ধ্রুপদি অফ স্পিনের প্রদর্শনী।

রোববার দিনের শুরুই লায়নের স্পিন ঝলক। দারুণ ডেলিভারিতে ফিরিয়ে দেন কোহলির সঙ্গে জুটিতে আগের দিন দেয়াল হয়ে দাঁড়ানো অজিঙ্কা রাহানেকে। আগের দিনের ৫১ রানের সঙ্গে রাহানে যোগ করতে পারেননি আর কিছুই।

হনুমা বিহারিকে নিয়ে জুটিতে সেই ধাক্কা সামাল দেন কোহলি। পঞ্চম উইকেটে গড়েন ৫০ রানের জুটি। দ্বিতীয় নতুন বলে বিহারিকে ২০ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন জশ হেইজেলউড।

কোহলি লড়াই চালিয়ে যান। ২৫তম টেস্ট সেঞ্চুরি স্পর্শ করেন ২১৪ বলে। এগিয়ে যান সেঞ্চুরির পরও। দুর্দান্ত এই ইনিংস শেষ পর্যন্ত থামে প্যাট কামিন্সের বলে। দ্বিতীয় স্লিপে পিটার হ্যান্ডসকম ঠিকমতো বল হাতে জমাতে পেরেছিলেন কিনা, অনেকবার রিপ্লে দেখেও নিশ্চিত হওয়া যায়নি। তবে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত ছিল ‘আউট।’ সেটিই শেষ পর্যন্ত কাল হয়েছে কোহলির। ফিরেছেন ১২৩ রানে।

সেখান থেকেই ভারতের ব্যাটিংয়ে নামে ধস। শেষ ৫ উইকেট হারায় তারা ৩২ রানে। রিশাভ পান্তের ৩৬ রানে কিছুটা কমেছে ব্যবধান। শেষ চারটি উইকেটই দ্রুত নিয়ে নেন লায়ন। ক্যারিয়ারে চতুদর্শবারের মতো নিয়েছেন ৫ উইকেট।

লিড পাওয়ার পর অস্ট্রেলিয়াকে ভালো সূচনা এনে দেন মার্কাস হ্যারিস ও অ্যারন ফিঞ্চ। শুরুটা বেশ ভালো করেছিলেন ফিঞ্চ। তবে ৫ চারে ২৫ রান করে মাঠ ছাড়েন আঙুলে চোট পেয়ে। আরেক ওপেনার মার্কাস হ্যারিসকে ২০ রানে বোল্ড করেন জাসপ্রিত বুমরাহ।

মোহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে এরপর দ্রুতই ফেরেন শন মার্শ ও ট্রাভিস হেড। সুবিধা করতে পারেননি পিটার হ্যান্ডসকমও। তবে এক পাশ আগলে দলকে এগিয়ে নেন উসমান খাওয়াজা। ৪১ রানে দিন শেষ করা ব্যাটসম্যানের দিকে অস্ট্রেলিয়া তাকিয়ে লিড বাড়াতে। ফিঞ্চের আঙুলে চিড় ধরা পড়েনি। তিনিও আবার নামবেন ব্যাটিংয়ে। সম্ভাবনায় এগিয়ে তাই অস্ট্রেলিয়াই।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩২৬

ভারত ১ম ইনিংস: ১০৫.৫ ওভারে ২৮৩ (আগের দিন ১৭২/৩) (কোহলি ১২৩, রাহানে ৫১, বিহারি ২০, পান্ত ৩৬, শামি ০, ইশান্ত ১, উমেশ ৪*, বুমরাহ ৪; স্টার্ক ২/৭৯, হেইজেলউড ২/৬৬, কামিন্স ১/৬০, লায়ন ৫/৬৭)।

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৪৮ ওভারে ১৩২/৪ (হ্যারিস ২০, ফিঞ্চ আহত অবসর ২৫, খাওয়াজা ৪১*, মার্শ ৫, হ্যান্ডসকম ১৩, হেড ১৯, পেইন ৮*; ইশান্ত ১/৩৩, বুমরাহ ১/২৫, শামি ২/২৩, উমেশ ০/৩৯, বিহারি ০/১১)।