হেডকে থামিয়ে ভারতের লিড

টেল এন্ডারদের নিয়ে দারুণ লড়াইয়ে অস্ট্রেলিয়ার লিডের আশা জাগিয়েছিলেন ট্র্যাভিস হেড। শেষ পর্যন্ত পারেননি এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তার প্রতিরোধ ভেঙে প্রথম ইনিংসে ভারতকে লিড এনে দেন মোহাম্মদ শামি। দ্বিতীয় ইনিংসেও দাঁড়িয়ে যাওয়া চেতেশ্বর পুজারার ব্যাটে লড়াইয়ের পুঁজি গড়ছে সফরকারীরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2018, 09:52 AM
Updated : 8 Dec 2018, 09:52 AM

অ্যাডিলেইড টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৫১ রান। পুজারা ৪০ ও অজিঙ্কা রাহানে ১ রানে ব্যাট করছেন। প্রথম ইনিংসে ১৫ রানের লিড পাওয়া বিরাট কোহলির দল এগিয়ে গেছে ১৬৬ রানে। 

মিচেল স্টার্ক, জশ হেইজেলউড ও প্যাট কামিন্সের তোপ সামলে ভারতকে দ্বিতীয় ইনিংসে ভালো শুরু এনে দিয়েছেন মুরালি বিজয় ও লোকেশ রাহুল। কঠিন সময় পার করে নিজের উইকেট ছুড়ে আসেন বিজয়। আবার অফ স্টাম্পের বেশ বাইরের বল তাড়া করতে গিয়ে ধরা পড়েন স্লিপে। ভাঙে ৬৩ রানের উদ্বোধনী জুটি।

চমৎকার কিছু শট খেলা রাহুলও থামেন দৃষ্টিকটু শটে। হেইজেলউডের আউটসুইঙ্গার মিড অফের ওপর দিয়ে উড়িয়ে খেলার চেষ্টায় ধরা পড়েন কিপার টিম পেইনের গ্লাভসে। ৬৭ বলে ৪৪ রান করেন রাহুল। 

পুজারার সঙ্গে ৭১ রানের জুটি গড়ে দিনের শেষ বেলায় ফেরেন কোহলি। ন্যাথান লায়নের অফ স্পিনে শর্ট লেগে ক্যাচ দেন ভারত অধিনায়ক। 

শুরুতে রিভিউ নিয়ে একবার বেঁচে যাওয়া পুজারা খেলছেন নিজের সহজাত ক্রিকেট। আরও একবার লড়াই করছেন দলকে ভালো অবস্থানে নিয়ে যেতে।  

অ্যাডিলেইড ওভালে শনিবার ৭ উইকেটে ১৯১ রান নিয়ে খেলতে নামা অস্ট্রেলিয়াকে ২৩৫ রানে গুটিয়ে দেয় ভারত। স্টার্ককে কট বিহাউন্ড করে ২৭ রানের জুটি ভাঙেন জাসপ্রিত বুমরাহ।
নবম উইকেটে লায়নের সঙ্গে হেডের জুটি অস্ট্রেলিয়াকে আশা দেখিয়েছিল লিডের। পরপর দুই বলে শেষ দুটি উইকেট নিয় স্বাগতিকদের আগেই থামান শামি। 
ভারতের এই পেসারের প্রথম বলে ছক্কা হাঁকিয়েছিলেন লায়ন। এক বল পর দারুণ এক ডেলিভারিতে শামি বিদায় করেন হেডকে। ছয় চারে ১৬৭ বলে ৭২ রান করেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। পরের বলেই কট বিহাইন্ড হয়ে যান হেইজেলউড। ২৮ বলে ২৪ রানে অপরাজিত থাকেন লায়ন।  

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ২৫০

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: (আগের দিন শেষে ১৯১/৭) ৯৮.৪ ওভারে ২৩৫ (হেড ৭২, স্টার্ক ১৫, লায়ন ২৪*, হেইজেলউড ০; ইশান্ত ২/৪৭, বুমরাহ ৩/৪৭, শামি ২/৫৮, অশ্বিন ৩/৫৭, বিজয় ০/১০)

ভারত ২য় ইনিংস: ৬১ ওভারে ১৫১/৩ (রাহুল ৪৪, বিজয় ১৮, পুজারা ৪০*, কোহলি ৩৪, রাহানে ১*; স্টার্ক ১/১৮, হেইজেলউড ০/৩৩, লায়ন ১/৪৮, হেড ০/১৩)