খালেদের পর অনিকের ৫ উইকেট
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Oct 2018 08:18 PM BdST Updated: 24 Oct 2018 08:18 PM BdST
ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট নিয়ে সিলেটকে প্রথম ইনিংসে লিড এনে দিলেন সৈয়দ খালেদ আহমেদ। দারুণ বোলিংয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট নিয়ে ঢাকা মেট্রোর লক্ষ্যটা দুইশ রানের নিচে রেখেছেন তরুণ বাঁহাতি পেসার কাজী অনিক।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বুধবার ৮ উইকেটে ২৬৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ঢাকা। ৩৩ রান যোগ করতে শেষ ২ উইকেট হারিয়ে দলটি গুটিয়ে যায় ৩০০ রানে।
আগের দিন ৪ উইকেট নেওয়া পেসার খালেদ কিপার ব্যাটসম্যান জাবিদ হোসেনকে ফিরিয়ে দেন নিজের পঞ্চম উইকেট। আরাফাত সানিকে বিদায় করে ঢাকার প্রথম ইনিংস গুটিয়ে দেন এবাদত হোসেন।
৮৫ রানে ৫ উইকেট নেন খালেদ। প্রথম শ্রেণির ক্রিকেটে তার আগে সেরা বোলিং ছিল ৮৯ রানে ৫ উইকেট।
প্রথম ইনিংসে ১২ রানের লিড পাওয়া সিলেট ভালো করতে পারেনি দ্বিতীয় ইনিংসে। নিজের দ্বিতীয় প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নামা ১৯ বছর বয়সী বাঁহাতি পেসার অনিক ১৮৪ রানে থামিয়ে দেন সিলেটকে।
দলটির প্রথম ছয় ব্যাটসম্যানের পাঁচজন যান দুই অঙ্কে। কিন্তু কেউ যেতে পারেননি ত্রিশ পর্যন্ত। ১০৯ রানে ৫ উইকেট হারানো দলটিকে দুইশ রানের কাছে নিয়ে যান এনামুল হক জুনিয়র ও আবু জায়েদ।

৫৭ রানে ৫ উইকেট নেন অনিক। শহিদুল ইসলাম ৩ উইকেট নেন ২৯ রানে।
১৯৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি মেট্রোর। দিন শেষ করেছে ১ উইকেটে ২৮ রানে। ৫ রান করে এবাদতের বলে এলবিডব্লিউ হয়ে যান সৈকত আলী। সাদমান ইসলাম ১১ ও শামসুর রহমান ৭ রানে ব্যাট করছেন।
সংক্ষিপ্ত
স্কোর:
সিলেট ১ম ইনিংস: ৩১২
ঢাকা মেট্রো ১ম ইনিংস: (দ্বিতীয় দিন শেষে ২৬৭/৮) ৮৭ ওভারে ৩০০ (জাবিদ ৪৩, আসিফ ১৩*, সানি ৭; আবু জায়েদ ০/৮১, এবাদত ১/২৩, খালেদ ৫/৮৫, শাহানুর ২/৪২, এনামুল জুনিয়র ১/৫৭)
সিলেট ২য় ইনিংস: ৬৩.২ ওভারে ১৮৪ (ইমতিয়াজ ২৭, শানাজ ৬, জাকির ২৬, রাজিন ২৫, কাপালী ১৮, শাহানুর ১০, জাকের ৩, এনামুল জুনিয়র ৩৬, আবু জায়েদ ২১*, খালেদ ০, এবাদত ২; অনিক ৫/৫৭, সানি ০/৩৮, আশরাফুল ১/২৯, আসিফ ০/২৭, শহিদুল ৩/২৯)
ঢাকা ২য় ইনিংস: (লক্ষ্য ১৯৭) ৯ ওভারে ২৮/১ (সাদমান ১১*, সৈকত ৫, শামসুর ৭*; আবু জায়েদ ০/১৪, এবাদত ১/৯, খালেদ ০/১)
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
নিজের ভূমিকা বুঝতে পারছে ইবাদত: ডোনাল্ড
-
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড
-
বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে নাঈম, সাব্বির, হাসান মাহমুদ
-
সাকিব-ইবাদতের ছোবল সামলে এগিয়ে শ্রীলঙ্কা
-
উইমেন’স চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়া-ভারতের বিপক্ষে ঘরে খেলবে বাংলাদেশ
-
জেসিয়ার ঝড়ো ফিফটিতে ১০ উইকেটে জিতল মোহামেডান
-
৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ