খালেদের পর অনিকের ৫ উইকেট

ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট নিয়ে সিলেটকে প্রথম ইনিংসে লিড এনে দিলেন সৈয়দ খালেদ আহমেদ। দারুণ বোলিংয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট নিয়ে ঢাকা মেট্রোর লক্ষ্যটা দুইশ রানের নিচে রেখেছেন তরুণ বাঁহাতি পেসার কাজী অনিক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2018, 02:18 PM
Updated : 24 Oct 2018, 02:18 PM

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বুধবার ৮ উইকেটে ২৬৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ঢাকা। ৩৩ রান যোগ করতে শেষ ২ উইকেট হারিয়ে দলটি গুটিয়ে যায় ৩০০ রানে।

আগের দিন ৪ উইকেট নেওয়া পেসার খালেদ কিপার ব্যাটসম্যান জাবিদ হোসেনকে ফিরিয়ে দেন নিজের পঞ্চম উইকেট। আরাফাত সানিকে বিদায় করে ঢাকার প্রথম ইনিংস গুটিয়ে দেন এবাদত হোসেন।

৮৫ রানে ৫ উইকেট নেন খালেদ। প্রথম শ্রেণির ক্রিকেটে তার আগে সেরা বোলিং ছিল ৮৯ রানে ৫ উইকেট।

প্রথম ইনিংসে ১২ রানের লিড পাওয়া সিলেট ভালো করতে পারেনি দ্বিতীয় ইনিংসে। নিজের দ্বিতীয় প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নামা ১৯ বছর বয়সী বাঁহাতি পেসার অনিক ১৮৪ রানে থামিয়ে দেন সিলেটকে।

দলটির প্রথম ছয় ব্যাটসম্যানের পাঁচজন যান দুই অঙ্কে। কিন্তু কেউ যেতে পারেননি ত্রিশ পর্যন্ত। ১০৯ রানে ৫ উইকেট হারানো দলটিকে দুইশ রানের কাছে নিয়ে যান এনামুল হক জুনিয়র ও আবু জায়েদ।

৫ চারে ৩৬ রান করেন এনামুল জুনিয়র। ২১ রানে অপরাজিত থাকেন আবু জায়েদ।

৫৭ রানে ৫ উইকেট নেন অনিক। শহিদুল ইসলাম ৩ উইকেট নেন ২৯ রানে।

১৯৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি মেট্রোর। দিন শেষ করেছে ১ উইকেটে ২৮ রানে। ৫ রান করে এবাদতের বলে এলবিডব্লিউ হয়ে যান সৈকত আলী। সাদমান ইসলাম ১১ ও শামসুর রহমান ৭ রানে ব্যাট করছেন।     

সংক্ষিপ্ত স্কোর: 

সিলেট ১ম ইনিংস: ৩১২

ঢাকা মেট্রো ১ম ইনিংস: (দ্বিতীয় দিন শেষে ২৬৭/৮) ৮৭ ওভারে ৩০০ (জাবিদ ৪৩, আসিফ ১৩*, সানি ৭; আবু জায়েদ ০/৮১, এবাদত ১/২৩, খালেদ ৫/৮৫, শাহানুর ২/৪২, এনামুল জুনিয়র ১/৫৭)

সিলেট ২য় ইনিংস: ৬৩.২ ওভারে ১৮৪ (ইমতিয়াজ ২৭, শানাজ ৬, জাকির ২৬, রাজিন ২৫, কাপালী ১৮, শাহানুর ১০, জাকের ৩, এনামুল জুনিয়র ৩৬, আবু জায়েদ ২১*, খালেদ ০, এবাদত ২; অনিক ৫/৫৭, সানি ০/৩৮, আশরাফুল ১/২৯, আসিফ ০/২৭, শহিদুল ৩/২৯)

ঢাকা ২য় ইনিংস: (লক্ষ্য ১৯৭) ৯ ওভারে ২৮/১ (সাদমান ১১*, সৈকত ৫, শামসুর ৭*; আবু জায়েদ ০/১৪, এবাদত ১/৯, খালেদ ০/১)