আব্বাসের পেসে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল পাকিস্তান

প্রথম ইনিংসের মতো এবারও অস্ট্রেলিয়ার ব্যাটিং গুঁড়িয়ে দিলেন মোহাম্মদ আব্বাস। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে চার দিনে দ্বিতীয় টেস্ট জিতে নিল পাকিস্তান। ঘরে তুলল দুই ম্যাচের টেস্ট সিরিজ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2018, 11:25 AM
Updated : 19 Oct 2018, 11:25 AM

আবু ধাবি টেস্ট ৩৭৩ রানে জিতেছে পাকিস্তান। দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে সরফরাজ আহমেদের দল।

শেখ আবু জায়েদ স্টেডিয়ামে শুক্রবার ১ উইকেটে ৪৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া আব্বাস শুরুতেই এলোমেলো করে দেন দলটির ব্যাটিং লাইনআপ।

আব্বাসের দারুণ বোলিংয়ে ৭ রানের মধ্যে চার উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। ট্র্যাভিস হেডের পর মিচেল মার্শকে বিদায় করেন আব্বাস। ডানহাতি পেসার পরে এক ওভারে তুলে নেন অ্যারন ফিঞ্চ ও টিম পেইনের উইকেট।

৭৮ রানে ৫ উইকেট হারানো অস্ট্রেলিয়া প্রতিরোধ গড়ে মার্নাস লাবুশেন ও মিচেল স্টার্কের ব্যাটে। ষষ্ঠ উইকেটে দুই জনে যোগ করেন ৬৭ রান। স্টার্ককে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটি ভাঙেন ইয়াসির শাহ। এই লেগ স্পিনার পরে তুলে নেন পিটার সিডলের উইকেট।

ছবি: পিসিবি

লাঞ্চের পর নিজের প্রথম ওভারে লাবুশেনকে বিদায় করে ম্যাচে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট নেন আব্বাস। এক যুগ পর টেস্টে ১০ উইকেট পেলেন পাকিস্তানের কোনো পেসার।  

জন হল্যান্ডকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে ১৬৪ রানে থামিয়ে দেন ইয়াসির। অনুশীলনের সময় হাঁটুতে চোট পাওয়া ওপেনার উসমান খাওয়াজা দ্বিতীয় ইনিংসে ব্যাট করেননি।


সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ২৮২

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৪৫

পাকিস্তান ২য় ইনিংস: ৪০০/৯ ডি.

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (লক্ষ্য ৫৩৮) (তৃতীয় দিন শেষে ৪৭/১) ৪৯.৪ ওভারে ১৬৪ (ফিঞ্চ ৩১, হেড ৩৬, মিচেল মার্শ ৫, লাবুশেন ৪৩, পেইন ০, স্টার্ক ২৮, সিডল ৩, লায়ন ৬*, হল্যান্ড ৩, খাওয়াজা অনুপস্থিত; আব্বাস ৫/৬২, হামজা ১/৪০, ইয়াসির ৩/৪৫, বিলাল ০/১২)

ফল: পাকিস্তান ৩৭৩ রানে জয়ী

সিরিজ: দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে জয়ী পাকিস্তান

ম্যান অব দা ম্যাচ: মোহাম্মদ আব্বাস

ম্যান অব দা সিরিজ: মোহাম্মদ আব্বাস