আফগানিস্তান সিরিজেও প্রধান কোচ ওয়ালশ

প্রধান কোচ না পেলে আফগানিস্তান সিরিজেও দায়িত্বে থাকবেন কোর্টনি ওয়ালশ, আগেই জানিয়েছিল বিসিবি। প্রস্তুতি ক্যাম্পে প্রধান কোচ হিসেবেই কাজ করেছেন তিনি। রোববার দুপুরে সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনেও ছিলেন। ওই সংবাদ সম্মেলনের খানিক আগে আনুষ্ঠানিক ঘোষণাও দিল বিসিবি। আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান কোচ ওয়ালশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2018, 08:47 AM
Updated : 27 May 2018, 08:47 AM

চন্দিকা হাথুরুসিংহে দায়িত্ব ছাড়ার পর থেকে গত প্রায় ৭ মাস ধরে প্রধান কোচ খুঁজছে বিসিবি। এখনও চূড়ান্ত করা যায়নি কাউকে। ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়েই চলছে কাজ। জানুয়ারিতে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দলকে দেখভালের দায়িত্ব ছিল খালেদ মাহমুদের।

এরপর মার্চে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে ভারপ্রাপ্ত প্রধান কোচ করা হয় ওয়ালশকে। সেই সিরিজে ফাইনালে ওঠে শেষ বলে হেরেছিল বাংলাদেশ। প্রধান কোচ না পেলে আবারও ওয়ালশের দায়িত্বে থাকা তাই অনুমিতই ছিল।

আনুষ্ঠানিক ঘোষণার আগেই আসলে নিশ্চিত হয়ে গিয়েছিল ওয়ালশের দায়িত্ব। দিন দুয়েক আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আবার দায়িত্ব পালন নিয়ে নিজের রোমাঞ্চের কথাও জানিয়েছেন এই ক্যারিবিয়ান কিংবদন্তি।