অকল্যান্ড টেস্টের তৃতীয় দিনেও বৃষ্টির হানা

ম্যাচের প্রথম দিনের সেই সুখস্মৃতি এখন নিউ জিল্যান্ডের কাছে মনে হতে পারে সুদূর অতীত। নিজ দেশের আবহাওয়াই হয়ে দাঁড়িয়েছে নিজেদের শত্রু। টানা দুই দিন লিড বাড়ানোর অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াল বৃ্ষ্টি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2018, 11:17 AM
Updated : 24 March 2018, 11:17 AM

অকল্যান্ড টেস্টের দ্বিতীয় দিন খেলা হয়েছিল ২৩.১ ওভার। তৃতীয় দিনে খেলা হলো মাত্র ১৭ বল। নিউ জিল্যান্ড এই ২.৫ ওভারে করতে পেরেছে চার রান। প্রথম ইনিংসে তাদের রান ৪ উইকেটে ২৩৩।
 
ম্যাচের প্রথম দিন ৫৮ রানে ইংল্যান্ডকে গুটিয়ে দিয়েছিল নিউ জিল্যান্ড। নিজেরা দিন শেষ করেছিল ৩ উইকেটে ১৭৫ রানে। কিন্তু পরের দুই দিন মিলিয়ে খেলা হলো মাত্র ২৬ ওভার। 
 
৬ উইকেট হাতে নিয়ে ১৭৫ রানে এগিয়ে আছে নিউ জিল্যান্ড। তবে বৃষ্টি ইংলিশদের দেখাচ্ছে ম্যাচ বাঁচানোর আশা। 
 
সংক্ষিপ্ত স্কোর:
 
ইংল্যান্ড ১ম ইনিংস: ৫৮
 
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৯৫ ওভারে ২৩৩/৪ (আগের দিন ২২৯/৪) (নিকোলস ৫২*, ওয়াটলিং ১৮*; অ্যান্ডারসন ৩/৫৬, ব্রড ১/৩৭, ওভারটন ০/৪৩, ওকস ০/৫৫, মইন ০/৩৫)।