নিজের ব্যাটিংয়ে সন্তুষ্ট নন মিসবাহ

দল ভালো না করলে অনুপ্রাণিত করার দায়িত্ব অধিনায়কের। কিন্তু অধিনায়কই যদি থাকেন কাঠগড়ায়! মিসবাহ-উল-হকের এখন হচ্ছে সেই অভিজ্ঞতা। ধুঁকছে চিটাগং ভাইকিংসের মিডল অর্ডার। সেটির সবচেয়ে বড় প্রমাণ তাদের অধিনায়কই। টুর্নামেন্টের তিন ম্যাচে তার স্ট্রাইক রেট ৮৩.৭৫!

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2017, 01:10 PM
Updated : 12 Nov 2017, 01:35 PM

প্রথম দুই ম্যাচে শুরুটা বিস্ফোরক হলেও পরে অনেকটাই থমকে গেছে চিটাগংয়ের ইনিংস। তৃতীয় ম্যাচে রোববার ওপেনাররা ভালো করেনি। দলকে উদ্ধার করতে পারেনি মিডল অর্ডারও।

একটি ম্যাচেও পরিস্থিতির দাবি মেটাতে পারেননি মিসবাহ। প্রথম ম্যাচে করেছিলেন ১১ বলে ৬। পরের ম্যাচে ৩২ বলে অপরাজিত ৩১, চার ছিল মাত্র একটি। ঢাকায় ফিরেও একই অবস্থা। খুলনা টাইটানসের বিপক্ষে ৩০ রান করেছেন ৩৭ বলে।

এমন ব্যাটিং যে টি-টোয়েন্টি ক্রিকেটে চলে না, সেটি অনুধাবন করছেন মিসবাহও। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। দায় দিলেন খেলার বাইরে থাকাকেই। আর আশাবাদ শোনালেন উন্নতির।

“এটি যথেষ্ট নয়। আমি চেষ্টা করছি। উন্নতি হচ্ছে। এই টুর্নামেন্টের আগে খুব বেশি খেলতে পারিনি, খেলার মধ্যে ছিলাম না। এখন খেলছি, উইকেটে সময় কাটাতে পেরেছি। আশা করি এরপর আরও উন্নতি হবে।”

উন্নতিটা আরেকটু দ্রুত চাইবে চিটাগং। অধিনায়ককে নিয়েই বিপাকে থাকতে হলে দলের জন্য সেটি বড় বিপদ।