হাথুরুসিংহের সঙ্গে আলোচনা, সঙ্গে নতুন কোচের খোঁজ বিসিবির

চন্দিকা হাথুরুসিংহের জন্য একটা পর্যায় পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সমাধান না হলে এরপর শুরু হবে মাশরাফি-মুশফিক-সাকিবদের নতুন কোচ খোঁজার কাজ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2017, 02:19 PM
Updated : 11 Nov 2017, 02:19 PM

বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির প্রধান জালাল ইউনুস শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের জানান, প্রয়োজনে কিছুদিনের জন্য হয়তো স্থানীয় কোনো কোচও দায়িত্ব পেতে পারেন।

“আমাদের সিইওর (নিজাম উদ্দিন চৌধুরী) সাথে তার টেলিফোনে আলাপ আলোচনা হয়েছে। তিনি যোগ দেবেন কি না এমন কোনো আলাপ হয়নি। এর মধ্যে যদি না আসেন, আর সিদ্ধান্ত হয়ে যায় তাহলে আমরা নতুন একজন কোচের জন্য চেষ্টা শুরু করব।”

“এর জন্য আমরা খুব একটা তাড়াহুড়া করব না। সময় নেব। দুয়েক মাস সময় লাগতে পারে। আমাদের দলের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে আর উপমহাদেশের মানসিকতার সঙ্গে পরিচিত কোনো কোচ হলে তো খুব ভালো হয়।”

ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। হাথুরুসিংহে না ফিরলে সে সময়ে অন্তর্বতীকালীন কোচ থাকতে পারেন দায়িত্বে।

“নতুন কোচের জন্য আমরা প্রয়োজনে তিন মাস সময় নেব। এর মধ্যে হয়তো স্থানীয় কোনো কোচ দায়িত্ব নিতে পারেন।”    

জালাল জানান, সিইও আলোচনা চালিয়ে যাবেন। একই সঙ্গে বোর্ডও নতুন কোচের জন্য প্রস্তুতি নিতে থাকবে।

“সে যদি না আসে নিজেদের প্রস্তুতি নিয়ে রাখা ভালো। যেন আমরা ভালো কোচ নিয়ে আসতে পারি। ভালো কোচ কিন্তু নেই, পাওয়াটা খুব একটা সহজ নয়। ওরকম পেশাদার কোচের বাজারে ক্রাইসিস আছে। সেজন্য আমরা চিন্তা করছি, সময় নেব।”

কেমন কোচ খুঁজবে বিসিবি তার একটা ধারণাও দিলেন সাবেক পেসার জালাল।

“এমন নয় যে উপমহাদেশের বাইরে খুঁজব না। আমাদের লক্ষ্য এমন একজন কোচ যিনি দলের সঙ্গে ভালোভাবে কাজ করেন।”