নিজের রেকর্ড আরও বাড়িয়ে নিলেন এনামুল জুনিয়র

রেকর্ডটি বেশ অনেক দিন ধরেই তার। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশিবার ৫ উইকেট। তবে ঘাড়ে নিশ্বাস ফেলছিলেন আব্দুর রাজ্জাক। এবার রেকর্ডটি আরেক ধাপ বাড়িয়ে নিলেন এনামুল হক জুনিয়র।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2017, 12:20 PM
Updated : 14 Oct 2017, 12:20 PM

জাতীয় লিগে ঢাকা মেট্রোর বিপক্ষে শনিবার ৫ উইকেট নিয়েছেন সিলেটের এনামুল। তার অর্জনের দিনে ২ রানের আক্ষেপে পুড়েছেন ঢাকা মেট্রোর মার্শাল আইয়ুব। আউট হয়েছেন ৯৮ রানে।

চট্টগ্রামে প্রথম ইনিংসে ৩১৯ রানে অলআউট হয়েছে সিলেট। ঢাকা মেট্রো দ্বিতীয় দিন শেষ করেছে ৮ উইকেটে ২৩১ রানে।

৭৭ রানে ৫ উইকেট নিয়েছেন এনামুল, প্রথম শ্রেণির ক্রিকেটে তার ৩১তম। রাজ্জাক ৫ উইকেট নিয়েছেন ২৯ বার।

৬ উইকেট ২৪১ রান নিয়ে দিন শুরু করা সিলেট ৩১৯ পর্যন্ত যেতে পারে মূলত লোয়ার অর্ডারদের সৌজন্যে। বড় ভরসা এজাজ আহমেদ আউট হয়ে যান ৪৬ রানে।

দশে নেমে আবু জায়েদ চৌধুরী করেন ২৭ রান। শেষ ব্যাটসম্যান সৈয়দ খালেদ আহমেদ ১৩ বলে করেন ২০।

জবাবে ব্যাট করতে নেমে সৈকত আলিকে প্রথম ওভারেই হারায় ঢাকা মেট্রো। আগের ম্যাচে ৬৪ বলে সেঞ্চুরি করা শামসুর রহমান ফিরে যান ৩১ রানে।

ঢাকা মেট্রোকে এরপর টানেন মার্শাল ও মোহাম্মদ আশরাফুল। দুজনের জুটি যখন জমে উঠেছে, ৫ চার ও ২ ছক্কায় ৪০ রান করা আশরাফুলকে ফিরিয়ে দেন এনামুল।

দারুণ খেলতে থাকা মার্শালকেও ১৬তম সেঞ্চুরির ২ রানে আগে ফেরান এনামুল। ১৪৯ বলে ৯৮ করেন মার্শাল।

ইলিয়াস সানিকে ফিরেয়ে এনামুল পূর্ণ করেন ৫ উইকেট। আলোকস্বল্পতায় একটু আগেই শেষ হয় দিনের খেলা। লিড নেওয়ার সম্ভাবনায় তখন বেশ এগিয়ে সিলেট।

সংক্ষিপ্ত স্কোর:

সিলেট ১ম ইনিংস: ১১০.২ ওভারে ৩১৯ (আগের দিন ২৪১/৬)(এজাজ ৪৬, রাহাতুল ২, এনাম জুনিয়র ১০, আবু জায়েদ ২৭, খালেদ ২০*; ডলার ০/৩৩, সৈকত ৩/৫৩, নিহাদ ৩/১০১, ইলিয়াস সানি ১/৩৯, শরিফ উল্লাহ ৩/৭৭, আশরাফুল ০/৯)।

ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৬২ ওভারে ২৩১/৮ (শামসুর ৩১, সৈকত ০, আসিফ ৮, মার্শাল ৯৮, আশরাফুল ৪০, মেহরাব ০, শরিফ উল্লাহ ১৬, ইলিয়াস সানি ৯, জাবিদ ১০*, ডলার ৫*; আবু জায়েদ ১/৫৩, খালেদ ০/২৮, এনাম জুনিয়র ৫/৭৭, রাহাতুল ১/২৯, শাহানুর ১/৪১)।