নিজের রেকর্ড আরও বাড়িয়ে নিলেন এনামুল জুনিয়র
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Oct 2017 06:20 PM BdST Updated: 14 Oct 2017 06:20 PM BdST
রেকর্ডটি বেশ অনেক দিন ধরেই তার। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশিবার ৫ উইকেট। তবে ঘাড়ে নিশ্বাস ফেলছিলেন আব্দুর রাজ্জাক। এবার রেকর্ডটি আরেক ধাপ বাড়িয়ে নিলেন এনামুল হক জুনিয়র।
জাতীয় লিগে ঢাকা মেট্রোর বিপক্ষে শনিবার ৫ উইকেট নিয়েছেন সিলেটের এনামুল। তার অর্জনের দিনে ২ রানের আক্ষেপে পুড়েছেন ঢাকা মেট্রোর মার্শাল আইয়ুব। আউট হয়েছেন ৯৮ রানে।
চট্টগ্রামে প্রথম ইনিংসে ৩১৯ রানে অলআউট হয়েছে সিলেট। ঢাকা মেট্রো দ্বিতীয় দিন শেষ করেছে ৮ উইকেটে ২৩১ রানে।
৭৭ রানে ৫ উইকেট নিয়েছেন এনামুল, প্রথম শ্রেণির ক্রিকেটে তার ৩১তম। রাজ্জাক ৫ উইকেট নিয়েছেন ২৯ বার।
৬ উইকেট ২৪১ রান নিয়ে দিন শুরু করা সিলেট ৩১৯ পর্যন্ত যেতে পারে মূলত লোয়ার অর্ডারদের সৌজন্যে। বড় ভরসা এজাজ আহমেদ আউট হয়ে যান ৪৬ রানে।
দশে নেমে আবু জায়েদ চৌধুরী করেন ২৭ রান। শেষ ব্যাটসম্যান সৈয়দ খালেদ আহমেদ ১৩ বলে করেন ২০।
জবাবে ব্যাট করতে নেমে সৈকত আলিকে প্রথম ওভারেই হারায় ঢাকা মেট্রো। আগের ম্যাচে ৬৪ বলে সেঞ্চুরি করা শামসুর রহমান ফিরে যান ৩১ রানে।
ঢাকা মেট্রোকে এরপর টানেন মার্শাল ও মোহাম্মদ আশরাফুল। দুজনের জুটি যখন জমে উঠেছে, ৫ চার ও ২ ছক্কায় ৪০ রান করা আশরাফুলকে ফিরিয়ে দেন এনামুল।
দারুণ খেলতে থাকা মার্শালকেও ১৬তম সেঞ্চুরির ২ রানে আগে ফেরান এনামুল। ১৪৯ বলে ৯৮ করেন মার্শাল।
ইলিয়াস সানিকে ফিরেয়ে এনামুল পূর্ণ করেন ৫ উইকেট। আলোকস্বল্পতায় একটু আগেই শেষ হয় দিনের খেলা। লিড নেওয়ার সম্ভাবনায় তখন বেশ এগিয়ে সিলেট।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট ১ম ইনিংস: ১১০.২ ওভারে ৩১৯ (আগের দিন ২৪১/৬)(এজাজ ৪৬, রাহাতুল ২, এনাম জুনিয়র ১০, আবু জায়েদ ২৭, খালেদ ২০*; ডলার ০/৩৩, সৈকত ৩/৫৩, নিহাদ ৩/১০১, ইলিয়াস সানি ১/৩৯, শরিফ উল্লাহ ৩/৭৭, আশরাফুল ০/৯)।
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৬২ ওভারে ২৩১/৮ (শামসুর ৩১, সৈকত ০, আসিফ ৮, মার্শাল ৯৮, আশরাফুল ৪০, মেহরাব ০, শরিফ উল্লাহ ১৬, ইলিয়াস সানি ৯, জাবিদ ১০*, ডলার ৫*; আবু জায়েদ ১/৫৩, খালেদ ০/২৮, এনাম জুনিয়র ৫/৭৭, রাহাতুল ১/২৯, শাহানুর ১/৪১)।
-
রজত পাতিদারের বিধ্বংসী সেঞ্চুরি
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
-
নিজের ভূমিকা বুঝতে পারছে ইবাদত: ডোনাল্ড
-
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড
-
বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে নাঈম, সাব্বির, হাসান মাহমুদ
-
সাকিব-ইবাদতের ছোবল সামলে এগিয়ে শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত