তামিম না থাকায় দু প্লেসির স্বস্তি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড মোটেও ভালো নয় তামিম ইকবালের। তবে বাঁহাতি ব্যাটসম্যানের সামর্থ্য অজানা নয় ফাফ দু প্লেসির। তাই বাংলাদেশের ওপেনারের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যাওয়ার খবরে খুশি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2017, 04:04 PM
Updated : 5 Oct 2017, 04:42 PM

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ টেস্টে ১২ ইনিংসে মাত্র ১৭.০৮ গড়ে ২০৫ রান করেছেন তামিম। অর্ধশতক মাত্র একটি। বিশের নিচে গড় আছে কেবল এই একটি দেশের বিপক্ষেই।

একাধিক টেস্ট খেলেছেন এমন দেশের মধ্যে তামিম সবচেয়ে বিবর্ণ দক্ষিণ আফ্রিকাতেই। ৩ টেস্টে ১৯.৫০ গড়ে করেছে ১১৭ রান। কোনো  অর্ধশতক নেই। সেরা পচেফস্ট্রুম টেস্টের প্রথম ইনিংসে করা ৩৯।

এই রেকর্ড দিয়ে তো আর তামিমকে মাপা যায় না। নিজের দিনে যে কোনো কন্ডিশনে গড়ে দিতে পারেন ম্যাচের ভাগ্য। তার না খেলার খবরে খুশির কথা জানান দু প্লেসি। 

“তামিমের না খেলা আমাদের দলের জন্য ভালো খবর। কারণ, আমার চোখে ও বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। অনেক অভিজ্ঞও। আর এমন কন্ডিশনে কিভাবে ব্যাটিং করতে হয়, তা তামিম জানে।”

দ্বিতীয় টেস্টে তামিমকে হারিয়ে আরও চাপে পড়েছে বাংলাদেশ। তিনি ছিটকে যাওয়ায় প্রথমবারের মতো ওপেনিংয়ে দেখা যেতে পারে ইমরুল কায়েস-সৌম্য সরকার জুটিকে।