স্লেজিংয়ের মধ্যে ব্যাটিং বেশি উপভোগ করেন সাব্বির

অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের স্লেজিংয়ে একটুও আপত্তি নেই সাব্বির রহমানের। বিস্ফোরক ব্যাটসম্যান জানিয়েছেন, কেউ এভাবে খ্যাপানোর চেষ্টা করলে ব্যাটিংটা আরও বেশি উপভোগ্য হয়ে উঠে তার কাছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2017, 01:17 PM
Updated : 4 Sept 2017, 03:29 PM

বরাবরই স্লেজিংয়ের জন্য পরিচিত অস্ট্রেলিয়া মিরপুর টেস্টে স্লেজিং করে দেদার। চট্টগ্রামেও চিত্রটা মোটামুটি একই রকম। সেই ম্যাচে যেভাবে পাল্টা জবাবে চমকে দিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা বজায় রয়েছে তারও ধারাবাহিকতা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের প্রতিনিধি হয়ে সাব্বিরের সরল স্বীকারোক্তি, “ওরা স্লেজিং করে, আমিও করি।”

ক্যারিয়ার সেরা ৬৬ রানের ইনিংস খেলা মিডল অর্ডার ব্যাটসম্যান জানান, স্লেজিং তার খেলায় নেতিবাচক কোনো প্রভাব ফেলে না।

“খেলার মাঠে কারও সঙ্গে সম্পর্ক ভালো হয় না। …. স্লেজিং করলে আমি আরও মজা পাই ব্যাটিংয়ে। (ব্যাটিং) উপভোগ করি স্লেজিং করলে। স্লেজিং ফিরিয়েও দেই। এটা আমি অনেক উপভোগ করি।”