বিশ্ব একাদশের বিপক্ষে পাকিস্তান টি-টোয়েন্টি দলে সোহেল খান

বিশ্ব একাদশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য সোহেল খানকে দলে ফিরিয়েছে পাকিস্তান। এই সংস্করণে সবশেষ দেশের হয়ে এই ডানহাতি পেসার খেলেছেন ছয় বছর আগে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2017, 02:57 PM
Updated : 25 August 2017, 02:57 PM

তিন ম্যাচের সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে আরও এসেছেন উমর আমিন, ফাহিম আশরাফ, আমির ইয়ামিন ও মোহাম্মদ আমির। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল বাঁহাতি পেসার আমিরকে।

মার্চ-এপ্রিলের সেই সিরিজের দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ হাফিজ, কামরান আকমল, ওয়াহাব রিয়াজ ও সোহেল তানভির।

লেগ স্পিনার শাদাব খানের সঙ্গে স্পিন আক্রমণে আছেন মোহাম্মদ নওয়াজ ও ইমাদ ওয়াসিম।

ফাফ দু প্লেসির নেতৃত্বাধীন বিশ্ব একাদশের বিপক্ষে যথারীতি দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। সিরিজের তিনটি ম্যাচই হবে লাহোরে।

টি-টোয়েন্টির পাকিস্তান দল: সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফখর জামান, আহমেদ শেহজাদ, বাবর আজম, শোয়েব মালিক, উমর আমিন, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলি, আমির ইয়ামিন, মোহাম্মদ আমির, রুম্মান রাইস, উসমান খান, সোহেল খান।