অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচে হ্যান্ডসকমের শতক

বাংলাদেশ সফরের আগে অস্ট্রেলিয়ার তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন দারুণ এক শতক করেছেন পিটার হ্যান্ডসকম। খরুচে বোলিংয়ে উইকেটশূন্য ছিলেন টেস্ট দলের আরেক সদস্য লেগ স্পিনার মিচেল সোয়েপসন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2017, 09:55 AM
Updated : 14 August 2017, 09:55 AM

মারারা ওভালে সোমবার টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৬০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ডেভিড ওয়ার্নার একাদশ। দিন শেষে স্টিভেন স্মিথ একাদশের সংগ্রহ ২ উইকেটে ৩২ রান।

অধিনায়ক স্মিথ ১১ ও গ্লেন ম্যাক্সওয়েল ৭ রানে অপরাজিত আছেন।

দাপুটে ব্যাটিংয়ে ওয়ার্নার একাদশের হ্যান্ডসকম ১৩০ বলে করেন ১০৫ রান। টেস্ট দলে থাকা অলরাউন্ডার হিল্টন কার্টরাইট ১২০ বলে করেন ৮১ রান। দুই জনে ঝড়ো ব্যাটিংয়ে গড়েন ১৭৪ রানের চমৎকার এক জুটি।

১৩ ওভারে ৯৪ রানে উইকেটশূন্য লেগ স্পিনার সোপেয়সনের বিপক্ষে হ্যান্ডসকমের পায়ের কাজ ছিল বরাবরের মতোই দুর্দান্ত। দারুণ ইনিংসের এক পর্যায়ে লং অন দিয়ে উড়িয়েছেন ম্যাক্সওয়েলকে।

পেস আর স্পিন- দুই ধরনের বোলিংই সহজে সামলেছেন কার্টরাইট। শেষ পর্যন্ত আউট হয়েছেন স্মিথের অনিয়মিত লেগ স্পিনে ক্যাচ দিয়ে।

৬ ওভারে ২ উইকেট নিতে স্মিথ খরচ করেছেন ৫২ রান। কার্টরাইটের মতোই অধিনায়ককে ছক্কা হাঁকানোর পরপরই ফিরেছেন হ্যান্ডসকম।

অ্যাশটন অ্যাগার যেতে পারেননি বেশিদূর। ক্রিস ট্রেমেইনের বলে আউট হওয়ার আগে করেছেন ১৪ রান।

এর আগে ইনিংস উদ্বোধন করতে নেমে জশ হেইজেলউডের বলে বোল্ড হয়ে দ্রুত ফিরেন ওয়ার্নার (৪)। হেইজেলউড ১৩ ওভার বল করে ২ উইকেট নেন ৩০ রানে।

৬ ওভারে ৪৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন ম্যাক্সওয়েল। বাঁহাতি স্পিনার অ্যান্ড্রুও কোনো উইকেট পাননি। ৯ ওভারে তিনি দেন ৪৭ রান।

স্মিথ একাদশ ব্যাটিংয়ের শুরুতেই হোঁচট খায়। নাথান লায়নের স্পিনে ৬ রান করেই ফিরেন ম্যাট রেনশ। জায়গা পেতে তার সঙ্গে লড়াইয়ে থাকা উসমান খাওয়াজা সমান রান করে কেন রিচার্ডসনের বলে প্রথম স্লিপে ধরা পড়েন।

২০০৬ সালের পর প্রথমবারের মতো টেস্ট খেলতে আগামী শুক্রবার বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। সফরে ঢাকা ও চট্টগ্রামে দুটি টেস্ট খেলবে তারা।