বিফলে জিয়ার ঝড়ো শতক
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 May 2017 04:48 PM BdST Updated: 30 May 2017 04:48 PM BdST
দুই দলের প্রথম দেখায় ৩৪০ রানের লক্ষ্য দিয়েও হেরে যাওয়া মোহামেডান নিয়েছে মধুর প্রতিশোধ। জিয়াউর রহমানের ঝড়ো শতকের পরও শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে দুইশ রানের নিচে বেধে রেখে জিতেছে ৫ উইকেটে।
আগের ম্যাচে দুঃস্বপ্নে ব্যাটিংয়ে আবাহনীর কাছে হারা মোহামেডানের সুপার লিগে জয়ে ফেরায় বড় অবদান তাইজুল ইসলাম এবং দুই পেসার শুভাশিস রায় চৌধুরী ও সাজেদুল ইসলামের। তিন জনে ভাগ করে নিয়েছেন ৭ উইকেট।
মঙ্গলবার বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৫ ওভার বাকি থাকতেই ১৯৭ রানে অলআউট হয়ে যায় শেখ জামাল। জবাবে ৩০ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান।
১৫ ওভারের মধ্যে ৫৯ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে শেখ জামাল। তাদের সেরা জুটির জন্ম এরপরেই। ইলিয়াস সানির সঙ্গে ম্যাচ সেরা জিয়া তুলেন ৭৭ রান।
অন্য প্রান্তে ঝড় তোলা জিয়াকে সঙ্গ দিয়ে যাওয়া সানি একটি চারে ২১ রান করতে খেলেন ৫২ বল। শতকে পৌঁছানোর পর ফিরে যান জিয়া। ৮৫ বলে খেলা এই অলরাউন্ডারের ১০৩ রানের দারুণ ইনিংসটি ৯টি ছক্কা আর ৬টি চার সমৃদ্ধ।
শেষের দিকে মাহমুদুল হকের অপরাজিত ২২ রানে দুইশ রানের কাছাকাছি যায় শেখ জামালের সংগ্রহ।
৪৯ রানে ৩ উইকেট নিয়ে মোহামেডানের সেরা বোলার বাঁহাতি স্পিনার তাইজুল। আয়ারল্যান্ড সফর থেকে ফেরা শুভাশিস ২৫ রানে নেন ২ উইকেট। বাঁহাতি পেসার সাজেদুল ২ উইকেট নেন ৩৭ রানে।
লক্ষ্য তাড়ায় সৈকত আলীর সঙ্গে ১৩ ওভার স্থায়ী ৮৬ রানের জুটিতে দলকে উড়ন্ত সূচনা এনে দেন শামসুর রহমান। মোহামেডানের সংগ্রহ তিন অঙ্কে নিয়ে ফিরেন ছন্দে থাকা এই উদ্বোধনী ব্যাটসম্যান। ৫৮ বলে ৫৯ রান করতে হাকান ৬টি চার আর দুটি ছক্কা।
রনি তালুকদার, রকিবুল হাসান ও বিপুল শর্মা (১৯ বলে ৩৮) খেলেন ছোট্ট কিন্তু কার্যকর তিনটি ইনিংস। দুই মিডল অর্ডার ব্যাটসম্যান জাবিদ হোসেন ও নাজমুল হোসেন মিলন ১১৮ বল হাতে রেখেই জয় এনে দেন দলকে।
সংক্ষিপ্ত স্কোর:
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: ৪৫ ওভারে ১৯৭ (মাহমুদ ২, আল মামুন ৯, মাহবুবুল ১৫, রাজিন ০, জিয়া ১০৩, তানবীর ৪, সানি ২১, মেহেদী ৩, শাহাদাত ৬, মাহমুদুল ২২*, শাকিল ৮; শুভাশিস ২/২৫, সাজেদুল ২/৩৭, তাইজুল ৩/৪৯, বিপুল ১/৩৮, জুবায়ের ১/৪২, সৈকত ১/৬)
মোহামেডান: ৩০.২ ওভারে ২০১/৫ (শামসুর ৫৯, সৈকত ৩৭, রনি ৩২, রকিবুল ২১, বিপুল ৩৮, জাবিদ ৬*, নাজমুল ১*; শাহাদাত ০/৪০, জিয়া ০/১৩, সানি ২/৪৮, শাকিল ১/৪০, মেহেদী ১/৩০, তানবীর ১/২৫)
ফল: মোহামেডান ৫ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: জিয়াউর রহমান।
-
উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব
-
পিজেএলে মেন্টর হলেন মিয়াঁদাদ-আফ্রিদি-মালিক-স্যামি
-
লায়নের ৫ উইকেটের পর চাপে অস্ট্রেলিয়াও
-
৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
-
র্যাঙ্কিংয়েও কোহলির রেকর্ড ভাঙলেন বাবর
-
উইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে সিলস-ম্যাককয়-স্মিথ
-
র্যাঙ্কিংয়ে খালেদ-শান্তর উন্নতি, পেছালেন সাকিব
-
বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
সর্বাধিক পঠিত
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- ‘বাবার লাশ ঝুলছিল, মায়ের লাশ বিছানায়’
- ‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে