জাতীয় ক্রিকেটের সেরা পাবনা

প্রথমবার ফাইনালে উঠেই জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের শিরোপার স্বাদ পেল পাবনা জেলা। মঙ্গলবার ফাইনালে দুই বারের চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ জেলাকে হারিয়েছে তারা ৫ উইকেটে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2017, 03:36 PM
Updated : 16 May 2017, 03:36 PM

পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে বৃষ্টি ভেজা মাঠের কারণে সকাল সাড়ে ৯টার ম্যাচ শুরু হয় দুপুর পৌনে ৩টায়। ম্যাচ নেমে আসে ২০ ওভারে।

টস হেরে ব্যাটিংয়ে নামা নারায়ণগঞ্জ ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১২১ রান। ৩৬ বলে ৩২ করেন ওপেনার রায়ান রাফসান। তায়েবুর রহমান অপরজিত থাকেন ২৭ বলে ৩২ করে, আটে নেমে ১৩ বলে অপরাজিত ২১ হাবিবুর রহমান।

পাবনার শিহাব আহমেদ ৪ ওভারে ১৯ রানে নেন ৪ উইকেট।

রান তাড়ায় পাবনা লক্ষ্যে পৌঁছে যায় দু্‌ই বল আগে। ওপেনার ইমরান হোসেন জহির করেন ৩৯। আশিক উল আলম করেন ২০, তৌহিদ তারিক খান ১৮।

দারুণ বোলিংয়ে ফাইনালের সেরা ক্রিকেটার শিহাব। টুর্নামেন্টের সেরা পাবনার অধিনায়ক তৌহিদ দারিক খান।

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের এবার ছিল ৩৭তম আসর। ১৯৭৪-৭৫ মৌসুম থেকে চলে আসছে এই টুর্নামেন্ট। খেলা হয়নি ছয় মৌসুমে।

সর্বোচ্চ ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে সবশেষ শিরোপা জিতেছে তারা সেই ১৯৮৯-৯০ মৌসুমে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জিতেছে ৬ বার। সর্বোচ্চ ৮ বার রানার্স আপ হয়েছে ঢাকা বিভাগ।