মাঠে ফিরলেন শফিউল

চোট কাটিয়ে চার সপ্তাহের বেশি সময় পরে মাঠে ফিরেছেন শফিউল ইসলাম। বিপিএলে খেলার সময় চোট পাওয়ায় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্পে ও নিউ জিল্যান্ড সফরে যাওয়া হয়নি এই পেসারের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2017, 01:35 PM
Updated : 3 Jan 2017, 02:38 PM

মঙ্গলবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে খেলেন শফিউল। রাজশাহী ১৯১ রানে অলআউট হওয়ার পর প্রথম দিনই বোলিংয়ের সুযোগ মেলে এই পেসারের।

দিন শেষে ৪ উইকেটে ৮৯ রান করে রংপুর। ৮ ওভার বল করে ৩৪ রানে মাহমুদুল হাসান ও নাঈম ইসলামের উইকেট নেন শফিউল।

গত ৬ ডিসেম্বর ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে ফিল্ডিংয়ের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান শফিউল। পরে অবশ্য ১ ওভার বোলিং করেছিলেন, নেমেছিলেন ব্যাটিংয়েও। পরে স্ক্যানের ফল তার জন্য বয়ে আনে দুঃসংবাদ। হ্যামস্ট্রিংয়ে ধরা পড়ে ‘গ্রেড টু স্ট্রেইন’।

শফিউলের চোটে অস্ট্রেলিয়ার প্রস্তুতি ক্যাম্পের দলে ডাক পান কামরুল ইসলাম রাব্বি।

খুলনাকে শেষ চারে নিয়ে দারুণ অবদান ছিল শফিউলের। চোট পাওয়ার আগে ১২ ম্যাচে ১৮ উইকেট নিয়েছিলেন তিনি।

ছন্দে থাকা পেসারকে হারিয়ে আক্ষেপ ছিল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের কণ্ঠে। পেসার হয়ে টানা ম্যাচ খেলায় বিরক্তিও জানিয়েছিলেন তিনি। তবে নিউ জিল্যান্ডে টেস্ট দলে পাওয়ার আশাবাদও ছিল তার কণ্ঠে।