শহীদের জায়গায় নিউ জিল্যান্ড সিরিজের ক্যাম্পে রুবেল

হাঁটুর চোটে মাঠের বাইরে থাকা মোহাম্মদ শহীদের জায়গায় নিউ জিল্যান্ড সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেয়েছেন রুবেল হোসেন। স্কিল বোলিং ফিটনেসে ঘাটতি থাকায় শুরুতে দলে ছিলেন না এই পেসার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2016, 10:12 AM
Updated : 9 Dec 2016, 10:32 AM

আফগানিস্তান সিরিজে দুটি ওয়ানডে খেলার পর দলে জায়গা হারান রুবেল। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে পাননি সুযোগ। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ভালো খেলে দাবিটা জানিয়েই রেখেছিলেন এই পেসার। ১২ ম্যাচে ২১.০৬ গড়ে ১৫ উইকেট নেন রুবেল। সেরা ৩/২৫।

আফগানিস্তান সিরিজে রুবেল হোসেনের বোলিং হতাশ করে নির্বাচকদের। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছিলেন, স্কিল বোলিং ফিটনেসে ঘাটতির কারণে ক্যাম্পের জন্য বিবেচনা করা হয়নি এই পেসারকে।

সোমবার প্রধান নির্বাচক জানান, চোটের জন্য শহীদ বাইরে চলে যাওয়ায় তারা স্ট্যান্ড বাই থেকে রুবেলকে ডাকা হয়েছে।

গত ২৬ নভেম্বর গত শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফিল্ডিং করার সময় চার বাঁচাতে গিয়ে চোট পান ঢাকা ডায়নামাইটসের পেসার শহীদ। গত রোববার বিসিবির প্রধান ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানান, আরও এক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে শহীদকে। দুই তিন দিনের মধ্যে আবার রিভিউ করে পরবর্তী চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামী ৮ ও ১০ ডিসেম্বর দুই ভাগে ভাগ হয়ে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ দল। সিডনিতে ক্যাম্প শেষে ১৮ ডিসেম্বর দল যাবে নিউ জিল্যান্ডে।

প্রস্তুতি ক্যাম্পের দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, শুভাশীষ রায়, রুবেল হোসেন, এবাদত হোসেন, তানভির হায়দার।

স্ট্যান্ড বাই: শাহরিয়ার নাফীস, আব্দুল মজিদ, লিটন কুমার দাস, মোশাররফ হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আল আমিন হোসেন, আলাউদ্দিন বাবু, নাসির হোসেন।