২৮ ধাপ এগোলেন মিরাজ, সেরা বিশে তামিম
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Oct 2016 04:26 PM BdST Updated: 31 Oct 2016 04:28 PM BdST
অভিষেক টেস্টের পারফরম্যান্সেই সরাসরি ৬১তম হয়ে র্যাঙ্কিংয়ে ঢুকেছিলেন মেহেদী হাসান মিরাজ। পরের টেস্টে এক লাফে এগোলেন আরও ২৮ ধাপ! দুই টেস্ট খেলেই আইসিসি বোলিং র্যাঙ্কিংয়ের ৩৩ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের ক্রিকেটের নতুন এই সেনসেশন।
অভিষেক টেস্টে চট্টগ্রামে ৭ উইকেট নিয়েছিলেন মিরাজ। মিরপুরে ১৫৯ রানে ১২ উইকেট নিয়ে গড়েছেন বাংলাদেশের হয়ে এক টেস্টে সেরা বোলিংয়ের রেকর্ড। বাংলাদেশের বোলারদের মধ্যে মিরাজের র্যাঙ্কিং এখন দ্বিতীয় সেরা। ১৫ নম্বরে থেকে বাংলাদেশের শীর্ষে সাকিব আল হাসান।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আবার সেরা বিশে ঢুকলেন তামিম ইকবাল। মিরপুর টেস্টে ১০৪ ও ৪০ রানের ইনিংসে চার ধাপ এগিয়ে তামিম এখন বিশে।
মিরপুর টেস্টে ৬৬ ও ১ রান করে এক ধাপ এগিয়ে ২৬তম মুমিনুল হক।
এক ধাপ এগিয়েছেন সাকিব আল হাসান (২৭তম)। ৫ ধাপ পিছিয়ে মুশফিকুর রহিম নেমে গেছেন ৪৫ নম্বরে। মাহমুদউল্লাহ আগের মতোই ৪৯ নম্বরে। ২ ধাপ এগিয়ে ৫৩ নম্বরে ইমরুল কায়েস।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছেন জো রুট। শীর্ষ দুইয়ে আগের মতোই স্টিভেন স্মিথ ও ইউনুস খান। বোলারদের সেরা দুইয়েও আগের মতো রবিচন্দ্রন অশ্বিন ও ডেল স্টেইন।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও শীর্ষে যথারীতি অশ্বিন, দুইয়ে সাকিব। তবে প্রথম টেস্টের মত দ্বিতীয় টেস্টেও ব্যবধানে আরেকটু কমিয়েছেন সাকিব। মিরপুর টেস্ট থেকে পেয়েছেন ৫ পয়েন্ট। দুই টেস্ট থেকে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সাকিব পেয়েছেন মোট ২১ পয়েন্ট। সাকিবের পয়েন্ট এখন ৪০৫, তবে এখনও অনেকটা এগিয়ে অশ্বিন (৪৫১)।
-
নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
-
৩৪ বছর বয়সে প্রথমবার ইংল্যান্ড দলে গ্লিসন
-
তিন দিনেই শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
-
সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
-
ইতিহাসের হাতছানি আম্পায়ার দম্পতির সামনে
-
সাদা বলে ইংল্যান্ডের নতুন অধিনায়ক বাটলার
-
খাওয়াজা-গ্রিনের ব্যাটে অস্ট্রেলিয়ার লিড
-
হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
সর্বাধিক পঠিত
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
- হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- ‘লোকে শুধু কোহলির সেঞ্চুরি দেখে’
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- সাদা বলে ইংল্যান্ডের নতুন অধিনায়ক বাটলার
- ‘হিরোগিরি দেখাতে গিয়ে’ শিক্ষক খুনের আসামি জিতু রিমান্ডে