মুশফিকের নজর ধারাবাহিকতায়

এক টেস্ট জিতলেই বাংলাদেশ বিশ্বের সেরা দল হয়ে যাবে না, এক হারে সব শেষ হয়ে যাবে না। তাই জয়-পরাজয়কে পাশে রেখে অধিনায়ক মুশফিকুর রহিমের নজর ধারাবাহিকতায়। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2016, 10:22 AM
Updated : 19 Oct 2016, 02:55 PM

প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে মনে করেন, এই মুহূর্তে বাংলাদেশের যে বোলিং আক্রমণ, তাতে ইংল্যান্ডের বিপক্ষে কোনো টেস্ট জেতা হবে ‘বোনাস’। এই প্রসঙ্গে অধিনায়কের ভাবনা জানতে চাইলে মুশফিক ছিলেন কৌশলী। 

“যদি একটা ভালো অবস্থানে থাকতে পারি পাঁচটা দিনে, তাহলে হয়ত জয়ের কাছাকাছি থাকতে পারি। সেদিক থেকেও হয়ত কোচ বলেছেন যে, জয়টা বোনাস হবে। আর যদি নাও হয়, অন্তত আমরা যেন পাঁচটা দিন লড়াই করে ভালোভাবে বোঝাতে পারি যে, আগের চেয়ে আমাদের লড়াই করার মানসিকতা আছে। সেটা প্রমাণ করার জন্যই আমার মনে হয় কোচ এই কথাটি বলেছেন।”

ওয়ানডে এখন ধারাবাবিকভাবে ভালো খেলছে বাংলাদেশ। একই ধারাবাহিকতা টেস্ট দলেও দেখতে চান মুশফিক।

“আমরা ওয়ানডেতে অনেক ধারাবাহিক। তার মানে এই না যে সব ম্যাচই জিতেছি। কিছু হেরেছিও। তবে গ্রাফটা উন্নতির দিকে ছিল। আমরা এটাই চাই যে, টেস্টেও যেন এ রকম একটা দল হতে পারি। যেন প্রতিটি টেস্টে আগের চেয়ে ভালো খেলতে পারি।”

“ইংল্যান্ডের সাথে জিতে গেলেই আমরা বিশ্বের সেরা টেস্ট দল হয়ে গেলাম না। আমাদের মূল মনোযোগ থাকবে ধারাবাহিকতায়।”