অস্ত্রোপচারের আগে মুস্তাফিজকে প্রধানমন্ত্রীর ফোন
লন্ডন থেকে আবু মুসা হাসান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Aug 2016 06:03 PM BdST Updated: 11 Aug 2016 09:23 PM BdST
লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টার দিকে ফোন করেছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দেশ থেকে শুভকামনা পৌঁছেছে অনেক। অস্ত্রোপচারের আগে বিশেষ আরও একজনের শুভকামনা পেলেন মুস্তাফিজুর রহমান। তাকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হাসপাতালে মুস্তাফিজের পাশে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি প্রধান নাজমুল হাসান ও বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের বিসিবি প্রধান জানান, তার ফোনে কল করে মুস্তাফিজের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী, দিয়েছেন সাহস।
মুস্তাফিজের সঙ্গে থাকা ইংল্যান্ড প্রবাসী সাবেক ক্রিকেটার ও কোচ শহীদুল আলম রতন কেবিন থেকে ফিরে এসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সার্জন অ্যান্ড্রু ওয়ালেস মুস্তাফিজকে খুব ভালোভাবে অপারেশনের প্রক্রিয়া বুঝিয়ে গেছেন। মুস্তাফিজকে তিনি বলেছেন, তিনি শচিন টেন্ডুলকারসহ অনেক ক্রিকেটারের এ রকম অপারেশন করেছেন এবং তারা সুস্থ হয়ে ক্রিকেটে ফিরেছেন।”
সকালে হাসপাতালে ভর্তির প্রক্রিয়া শেষে সাড়ে ১০টার দিকে ভেতরে নিয়ে যাওয়া হয় মুস্তাফিজকে। বিসিবি প্রধান জানালেন, তরুণ এই পেসারকে ভরসা দিতেই লন্ডন গিয়েছেন তিনি।
“আগে কখন হাসপাতালেই যায়নি সে। সেই কারণে আমি এসেছি। ওকে সাহস দিতে। অপারেশন শেষে আজকে মুস্তাফিজ হাসপাতালেই থাকবে।”

সব কিছু ঠিকঠাক থাকলে শুক্রবার হাসপাতাল ছাড়বেন মুস্তাফিজ। ২-৩ দিন আবার হাসপাতালে আসতে হবে চেকআপের জন্য।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সব ঠিকঠাক থাকলে আগামী বুধবার মুস্তাফিজকে সঙ্গে নিয়েই দেশে ফেরার ইচ্ছা আছে তাদের।
বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বৃহস্পতিবার বিসিবিতে সংবাদকর্মীদের জানান, অপারেশনের আগে মুস্তাফিজের কয়েক দফায় এমআরআইসহ চিকিৎসার খরচ দিয়েছে সাসেক্স। তবে অস্ত্রোপচার ও হাসপাতালের অন্যান্য বিল পরিশোধ করবে বিসিবিই।
-
অবশেষে ‘মুক্তি’, এবার শুরু ব্যাটিং-বোলিং ঝালাই
-
উইলিয়ামসের সেঞ্চুরি, দুই দিনেই জিম্বাবুয়ের জয়
-
৬ উইকেটে অ্যাগারের অনন্য কীর্তি
-
ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
-
নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
-
আফগানদের গুঁড়িয়ে জিম্বাবুয়ের লিড
-
চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের জয় চাইছে অস্ট্রেলিয়া
-
বাংলাদেশকে হারিয়ে মাস সেরার লড়াইয়ে মেয়ার্স
সর্বাধিক পঠিত
- ভারতে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- টিভি সূচি (বুধবার, ০৩ মার্চ ২০২১)
- নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
- এইচ টি ইমাম আর নেই
- ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
- বার্সাকে খরচ কমানোর নির্দেশ, বাড়াতে পারবে রিয়াল
- শিরোপার পথে সিটির আরেক ধাপ