সতীর্থদের মাশরাফির অভিনন্দন

এশিয়া কাপের ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারায় স্বাভাবিকভাবেই হতাশ মাশরাফি বিন মুর্তজা। তবে টুর্নামেন্টে ভালো খেলার জন্য সতীর্থ ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2016, 07:42 PM
Updated : 6 March 2016, 08:55 PM

ম্যাচ শেষে হতাশা ভুলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশার কথা বললেন মাশরাফি।

রোববার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৫ উইকেটে ১২০ রান করে বাংলাদেশ। জবাবে ১৩.৫ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় মহেন্দ্র সিং ধোনির দল।

ভারতের কাছে ৪৫ রানে হেরে এবারের এশিয়া কাপে বাংলাদেশের পথচলা শুরু হলেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় মাশরাফি-সাকিবরা। টানা তিন ম্যাচ জিতে উঠে আসে ফাইনালে। সাব্বির-মাহমুদউল্লাহদের ঘিরে প্রথমবারের মতো বড় কোনো টুর্নামেন্ট জয়ের স্বপ্ন দেখতে শুরু করে পুরো দেশবাসী।

মাশরাফি অবশ্য শিরোপা নির্ধারণী ম্যাচটিকে সাধারণ একটি ম্যাচের মতোই দেখছেন বলে জানান। তবে শিরোপার এত কাছ থেকে জিততে না পারার হতাশা ম্যাচ শেষে লুকোননি তিনি, “আমরা ফাইনাল জিততে পারিনি, এটা হতাশার।”

তবে প্রথম ম্যাচে হেরেও এ পর্যন্ত আসতে পারায় সতীর্থদের বাহবাও দিলেন মাশরাফি।

"এ পর্যন্ত আসতে পারায় ছেলেদের অভিনন্দন। তারা সত্যিই খুব ভালো খেলেছে, আমাদের চমৎকার কিছু ব্যাটসম্যান ও বোলার আছে। আশা করি, এই দলটি এখান থেকে এগিয়ে যাবে।”