ভারত-নিউ জিল্যান্ড সিরিজ
অন-ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত উল্টে দিয়ে কিভাবে পান্তকে আউট দেওয়া হলো, বুঝতে পারছেন না ভারত অধিনায়ক রোহিত শার্মা।
Published : 03 Nov 2024, 08:32 PM
নিউ জিল্যান্ড আর জয়ের মাঝে দাঁড়িয়ে ছিলেন তখন রিশাভ পান্ত। সহজাত আগ্রাসী ব্যাটিংয়ে কিউইদের হাত থেকে ম্যাচ বের করে নেওয়ার হুমকি দিচ্ছিলেন তিনি। কিন্তু টিভি আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট হয়ে ফিরতে হয় তাকে। সেটিকেই মনে করা হচ্ছে ম্যাচের টার্নিং পয়েন্ট। অন-ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত উল্টে দিয়ে কিভাবে তাকে আউট দেওয়া হলো, বুঝতে পারছেন না ভারত অধিনায়ক রোহিত শার্মা।
হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মুম্বাই টেস্টের তৃতীয় দিন ১৪৭ রানের লক্ষ্যে ২৯ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। সেখান থেকে পাল্টা আক্রমণে, দারুণ সব শটে ভারতের আশা বাঁচিয়ে রাখেন কিপার-ব্যাটসম্যান পান্ত। ফিফটি করেন তিনি ৪৮ বলে।
২২তম ওভারে বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেলের বলে দুবার পান্তকে আউটের আবেদন করে নিউ জিল্যান্ড। প্রথমটি স্লিপে ক্যাচের জন্য। মাঠের আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ‘নট আউট’ দেওয়ার পর ডিআরএসেও বহাল থাকে তা।
দুই বল পর এজাজকে ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলতে যান পান্ত। বোলার লেংথ কিছুটা পেছনে টেনে দেওয়ায় ফরোয়ার্ড ডিফেন্স করেন বাঁহাতি ব্যাটসম্যান। প্যাডে লেগে ওপরে উঠে যাওয়া বল গ্লাভসে জমান কিপার টম ব্লান্ডেল। কট বিহাইন্ডের আবেদনে সাড়া দেননি মাঠের আম্পায়ার। নিউ জিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম নেন রিভিউ।
আলট্রাএজ-এ দেখা যায়, বল যখন ব্যাটের পাশ দিয়ে যাচ্ছিল তখন স্পাইক মেলে। কিন্তু ব্যাট ও প্যাড একই সময়ে কাছাকাছি ছিল। পান্তের ব্যাটও তার সামনের পায়ের প্যাডে লেগেছিল বলে মনে হচ্ছিল।
যখন রিপ্লেগুলো বড় পর্দায় দেখানো হচ্ছিল, উদযাপন শুরু করে দেয় নিউ জিল্যান্ডের ক্রিকেটাররা। পান্ত বড় পর্দায় আঙুল দিয়ে দেখিয়ে মাঠের আম্পায়ারকে হয়তো বুঝানোর চেষ্টা করছিলেন, তার প্যাডে লেগেছে ব্যাট। তবে শেষ পর্যন্ত মাঠের আম্পায়ারকে আগের সিদ্ধান্ত বদলে আউট দিতে বলেন টিভি আম্পায়ার পল রাইফেল। তখন পান্তের চোখে-মুখে হতাশা ছিল স্পষ্ট। এই সিদ্ধান্তে যে তিনি বিরক্ত, তা পরিষ্কার বোঝা যাচ্ছিল।
পান্ত ৫৭ বলে ৬৪ রান করে ফেরার পর ভারতের আশাও অনেকটাই শেষ হয়ে যায়। ২৫ রানে ম্যাচ হেরে প্রথমবার ঘরের মাঠে তিন বা এর বেশি টেস্টের সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার তেতো স্বাদ পেতে হয় তাদের।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক রোহিত বললেন, সিদ্ধান্তটি সঠিক ছিল কিনা, নিশ্চিত নন তিনি।
“ওই আউটের বিষয়ে, সত্যি বলতে আমি জানি না। আমরা যদি কিছু বলি, তা ভালোভাবে গ্রহণ করা হবে না। কিন্তু যদি অকাট্য প্রমাণ না থাকে, তাহলে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে। আমাকে সেটাই বলা হয়েছে। তাই আম্পায়ার যেহেতু তাকে আউট দেননি, সেক্ষেত্রে কিভাবে আম্পায়ারের সিদ্ধান্তটি উল্টে গেল, আমি ঠিক জানি না।”
“ব্যাট স্পষ্টতই প্যাডের কাছাকাছি ছিল। আবারও বলছি, এই বিষয়ে আমার পক্ষে কথা বলা সঠিক কিনা, জানি না। এটি আম্পায়ারদের চিন্তা করার মতো বিষয়। প্রত্যেক দলের জন্য নিয়ম একই। তবে ওই আউট আমাদের দৃষ্টিকোণ থেকে খুব খুব গুরুত্বপূর্ণ ছিল। মনে হচ্ছিল, সে আমাদের জিতিয়ে দেবে। দুর্ভাগ্যজনক আউট ছিল এটি। সে আউট হওয়ার (কিছুক্ষণ) পরই আমরা গুটিয়ে যাই।”