প্রথম ম্যাচে দিল্লির একাদশে নেই মুস্তাফিজ

বাংলাদেশের পেসারকে শনিবার চার্টার্ড ফ্লাইটে উড়িয়ে নিয়ে গেলেও শেষ পর্যন্ত একাদশে রাখেনি দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2023, 02:16 PM
Updated : 1 April 2023, 02:16 PM

চার্টার্ড ফ্লাইটে যখন কাউকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়, সেটিকে জরুরি বলেই ধরে নেওয়া যায়। তবে মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে তেমন কিছু দেখা গেল না। আইপিএলের নতুন মৌসুমের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালস একাদশে রাখেনি বাংলাদেশের বাঁহাতি পেসারকে।

চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে শুক্রবার রাতে ঢাকায় ফেরেন মুস্তাফিজ। শনিবার সকালে চার্টার্ড ফ্লাইটে তিনি দলের সঙ্গে যোগ দেন লক্ষ্নৌতে। এখানেই দিল্লির ম্যাচ লক্ষ্নৌ সুপার জায়ান্টসের সঙ্গে।

দিল্লির দুই দক্ষিণ আফ্রিকার পেসার আনরিখ নরকিয়া ও লুঙ্গি এনগিডি এখনও ব্যস্ত নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে। তাই একাদশে মুস্তাফিজের খেলার একটা সম্ভাবনা ছিল। শেষ পর্যন্ত দিল্লি কোনো বিদেশি বিশেষজ্ঞ বোলার রাখেনি। অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সঙ্গে তাদের অন্য তিন বিদেশি মিচেল মার্শ, রাইলি রুশো ও রভম্যান পাওয়েল।

এবার অবশ্য মূল একাদশে না থাকলেও ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ হিসেবে পরে ভূমিকা রাখার সুযোগ আছে। তবে এই ম্যাচে ৫ জন 'ইম্প্যাক্ট সাব'-এর তালিকাতেও নেই মুস্তাফিজের নাম।

গত মৌসুমে দিল্লির হয়ে ৮ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন তিনি ওভারপ্রতি ৭.৬২ রান দিয়ে। এরপর নিলামের আগে তাকে ধরে রাখে দলটি।