বোর্ডার গাভাস্কার ট্রফি
সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়ের ধারণা, আসন্ন বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হয়তো একটি টেস্ট জিততে পারে ভারত।
Published : 06 Nov 2024, 08:28 PM
মোহাম্মদ শামিকে ছাড়া টেস্টে প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়া ভারতের জন্য খুব চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। তার মতে, বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অভিজ্ঞ এই পেসারের না থাকাটা এগিয়ে রাখবে অস্ট্রেলিয়াকে। দাপট দেখিয়েই তার দেশ সিরিজ জিতবে বলে অভিমত তিনবারের বিশ্বকাপ জয়ী ক্রিকেটারের।
দেশের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার পর এখন অনেক চাপে আছে ভারত। রোহিত শার্মার দল কিউইদের কাছে হারবে, সিরিজ শুরুর আগে হয়তো কেউ কল্পনাও করেনি। কিন্তু সেটিই এখন বাস্তবতা। প্রথমবার ঘরের মাঠে তিন বা এর বেশি টেস্টের সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার তেতো স্বাদ পেতে হয়েছে ভারতীয়দের।
আর কদিন পরই শুরু হবে বোর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ টেস্টের সিরিজ। সবশেষ দুই সফরে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল ভারত। তবে এবার আর তারা পারবে না বলেই মনে করেন পন্টিং।
গত অগাস্টে পন্টিং ভবিষৎবাণী করেছিলেন, ৩-১ ব্যবধানে সিরিজ জিতবে অস্ট্রেলিয়া। আইসিসি রিভিউয়ে ফের একই কথা বললেন সাবেক এই ব্যাটসম্যান।
“আমার মনে হয়, ভারত পাঁচটি টেস্ট ম্যাচের মধ্যে কোথাও একটি টেস্ট জিতবে৷ আমি মনে করি, অস্ট্রেলিয়া হয়তো একটু বেশি গোছানো দল, কিছুটা বেশি অভিজ্ঞ এবং আমরা জানি, ঘরের মাঠে তাদের হারানো খুব কঠিন৷ তাই আমি ৩-১ তেই থাকব।”
শামির না থাকাটা ভারতের জন্য বড় ক্ষতি মনে করছেন পন্টিং। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২ টেস্টে তার শিকার ৪৪ উইকেট।
গত বছরের ১৯ নভেম্বর ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর আর কোনো ধরনের ক্রিকেটে খেলতে পারেননি ৩৪ বছর বয়সী এই পেসার। অ্যাঙ্কেলের চোটের কারণে অস্ত্রোপচারের পর মাঠে ফেরার পথে লম্বা পুনর্বাসন চলছে তার।
অস্ট্রেলিয়া সফর দিয়ে ফেরার আশায় ছিলেন তিনি। কিন্তু তার ফেরার অপেক্ষা বেড়েছে আরও। তার অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার সিরিজ জয়ের সম্ভাবনা আরও বেড়েছে বলে মনে করেন পন্টিং।
“হয়তো (আগের চেয়ে) এখন অনেক বেশি (অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা)। তখনও (অগাস্টে) কিছু জল্পনা ছিল যে, শামি ফিট হতে পারবে কি-না (এই সিরিজের জন্য)। আমার মনে হয়, টেস্ট ম্যাচে ২০ উইকেট নেওয়া ভারতের জন্য হবে বড় চ্যালেঞ্জ।”
আগামী ২২ নভেম্বর পার্থ টেস্ট দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়া ও ভারতের সিরিজ।