পাকিস্তান ক্রিকেট
Published : 30 Apr 2025, 10:30 PM
নিউ জিল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে ‘বাদ’ পড়ার পর এই সংস্করণে বাবর আজমের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তাকে নিয়ে নানা জল্পনা-কল্পনার মাঝে মুখ খুলেছেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান। তার মতে, এই সংস্করণে জাতীয় দলে ফেরার বিষয়টি নির্ভর করছে নির্বাচক ও কোচের ওপর।
অনেক আগে থেকেই টি-টোয়েন্টিতে বাবরের ব্যাটিংয়ের ধরন নিয়ে আছে প্রশ্ন। সেই সঙ্গে যোগ হয়েছে ২০ ওভারের ক্রিকেটে তার অধারাবাহিকতা। পাকিস্তানের হয়ে সবশেষ ১১ ইনিংসে স্পর্শ করতে পারেননি তিনি ফিফটি।
সব কিছু মিলিয়েই, গত মার্চের টি-টোয়েন্টি সিরিজ থেকে বাবরকে ‘বিশ্রাম’ দেয় পাকিস্তান। সে সময় দলটির অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদ বলেছিলেন, এই সংস্করণে নতুনদের সুযোগ দেওয়ার কথা।
বাবরের পাশাপাশি অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকেও কিউইদের বিপক্ষে ওই সিরিজে রাখেনি পাকিস্তান। তাদের ছাড়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ৪-১ ব্যবধানে হেরে যায় দল।
বাবর এখন খেলছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। পেশাওয়ার জালমির অধিনায়কের চলতি আসরে শুরুটা একদমই ভালো হয়নি। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে প্রথম ম্যাচে খুলতে পারেননি রানের খাতা। পরের দুই ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ১ ও মুলতান সুলতান্সের বিপক্ষে ২ রানে থামে তার ইনিংস।
ব্যর্থতার জাল ছিঁড়ে করাচি কিংস ম্যাচে ৪১ বলে ৪৬ রান করেন বাবর। আসরে নিজের প্রথম ফিফটি স্পর্শ করেন পরের ম্যাচ, লাহোর কালান্দার্সের বিপক্ষে খেলেন ১ ছক্কা ও ৭ চারে ৪২ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংস। সবশেষ ম্যাচে কোয়েটার বিপক্ষে আউট হয়ে যান কেবল ১২ রানে।
রানে ফেরার আভাস দিলেও এখন পর্যন্ত জাতীয় দলে ফেরার মতো কিছু করতে পারেননি বাবর। আগামী মাসেই ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির সিরিজ খেলবে পাকিস্তান। আসন্ন লড়াইয়ে বাবরের খেলার সম্ভাবনা তাই ঝুলছে অনিশ্চয়তার সুতোয়।
জিও নিউজের সঙ্গে আলাপকালে টি-টোয়েন্টিতে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন বাবর।
“কেবল নির্বাচক ও কোচরাই উত্তর দিতে পারবেন, তারা আমার টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে কী ভাবছেন। আমার কাজ পারফর্ম করা, সেটা টি-টোয়েন্টি, ওয়ানডে কিংবা টেস্ট যেখানেই হোক না কেন। দলে জায়গা পাওয়া আমার নিয়ন্ত্রণে নেই। আল্লাহ যতদিন চাইবেন, ততদিন খেলা চালিয়ে যাব। আমাদের জানানো হয়েছিল যে, টি-টোয়েন্টি থেকে আমাদের বিশ্রাম দেওয়া হয়েছে-এখন দেখা যাক তারা কী সিদ্ধান্ত নেয়।”
এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে ১২৮ টি-টোয়েন্টি খেলে ১২৯.২২ স্ট্রাইক রেট ও ৩৯.৮৩ গড়ে চার হাজার ২২৩ রান করেছেন বাবর। সাড়ে তিন হাজার রানও করতে পারেনি দেশটির আর কেউ।
পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি সেঞ্চুরিও বাবরের, তিনটি। এই সংস্করণে দেশটির জার্সিতে তার ৩৬ ফিফটিও সর্বোচ্চ।