অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন মালিক-রিজওয়ান
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Nov 2021 03:46 PM BdST Updated: 11 Nov 2021 05:06 PM BdST
-
অনুশীলনে হাস্যোজ্জ্বল মোহাম্মদ রিজওয়ান ও শোয়েব মালিক। ছবি : আইসিসি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমি-ফাইনালের আগে শঙ্কার মেঘ কেটে গেল পাকিস্তানের ড্রেসিং রুম থেকে। ফাইনালে ওঠার লড়াইয়ে তারা পাচ্ছে দলের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান ও শোয়েব মালিককে। বৃহস্পতিবারের ম্যাচের জন্য দুজনকেই ফিট ঘোষণা করা হয়েছে।
মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগের দিন অনুশীলনে দুজন অনুপস্থিত থাকায় গুঞ্জন ডালপালা মেলতে থাকে। পরে পাকিস্তানের মিডিয়া ম্যানেজার জানান, মালিক ও রিজওয়ান ঠাণ্ডা জ্বরে আক্রান্ত। দুজনেরই অবশ্য কোভিড পরীক্ষার ফল নেগেটিভ আসে। তবে সেমি-ফাইনালে খেলা নিয়ে শঙ্কা ছিল।
সেই শঙ্কা এখন আর নেই। বৃহস্পতিবার পিসিবি বিবৃতিতে জানায়, সকালে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে দলের মেডিকেল বিভাগ দুজনকেই খেলার জন্য ফিট ঘোষণা করে।
দলের ম্যানেজার মানসুর রানা জানান, দুই ক্রিকেটারই মাঠে নামতে মুখিয়ে আছেন।
“আমরা আশা করছি, দুজনকেই আজ মাঠে দেখা যাবে। সেমি-ফাইনালের মতো ম্যাচে তারা খেলতে চায়।”
এই বিশ্বকাপে দুজনই আছেন দুর্দান্ত ফর্মে। তিন ম্যাচে ব্যাট করে মালিকের রান ২০ বলে অপরাজিত ২৮, ১৫ বলে ১৯ ও ১৮ বলে ৫৪। রিজওয়ান বিশ্বকাপ শুরু করেন ভারতের বিপক্ষে অপরাজিত ৭৯ রানের ইনিংস দিয়ে। এরপর নামিবিয়ার বিপক্ষেও করেন অপরাজিত ৭৯। অন্য তিন ম্যাচে রান ৩৩, ৮ ও ১৫।
শুধু এই বিশ্বকাপেই নয়, বছরজুড়েই অসাধারণ ফর্মে আছেন রিজওয়ান। এক পঞ্জিকাবর্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও স্বীকৃতি টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছেন তিনি এই বছরই।
-
বিশ্বকাপ সেরা একাদশে ভারতের কেউ নেই, অধিনায়ক বাবর
-
‘হাল ছেড়ো না’, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আজহারউদ্দিন
-
‘মাঝেমধ্যে সূর্য দেরিতে ওঠে’, ওয়ার্নারকে নিয়ে কাইফ
-
‘বাবরকে বাদ দিয়ে ওয়ার্নারকে সেরা করা অন্যায় সিদ্ধান্ত’
-
নিন্দার কাঁটা মাড়িয়ে নন্দিত প্রহরে মার্শ
-
আনন্দকে আলিঙ্গন করে শিরোপার স্বর্গে অস্ট্রেলিয়া
-
ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হবে, আগেই কোচকে বলেছিলেন ফিঞ্চ
-
ফাইনালের ফলে টসের প্রভাব দেখছেন দুই অধিনায়কই
সর্বাধিক পঠিত
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- হজে গিয়ে গ্রেপ্তার: ‘বোমায় হাত হারিয়ে ডাকাতি ছেড়ে আন্তর্জাতিক ভিক্ষুক’
- যুক্তরাষ্ট্রে মেক্সিকো সীমান্তে ট্রাকের ভেতরে ৪৬ লাশ
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোল ১ জুলাই থেকে
- পদ্মা সেতু পেরিয়ে উল্টাল ট্রাক, আহত ৪
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাট শুধু হাত দিয়ে খোলার কথা নয়: সিআইডি