সুপার টুয়েলভে যেতে বাংলাদেশের সমীকরণ

ওমানকে হারিয়ে সুপার টুয়েলভের আশা বাঁচিয়ে রাখার মাঝে বড় একটা ধাপও যেন পার হলো বাংলাদেশ। আর তাদের জয়ে পরের ধাপে যাওয়ার দুয়ার টিকে রইলো ‘বি’ গ্রুপের সব দলেরই।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2021, 06:57 PM
Updated : 19 Oct 2021, 10:12 PM

রান রেটে স্কটল্যান্ড (০.৫৭৫) ও ওমানের (০.৬১৩) চেয়ে এখনও পিছিয়ে বাংলাদেশ (০.৫০০)। কিন্তু পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলা বাকি তাদের। মাহমুদউল্লাহদের সামনে সুযোগ আছে সেই ম্যাচে রান রেট বাড়িয়ে নেওয়ার।

সেক্ষেত্রে ওমান ও স্কটল্যান্ডের ম্যাচ হয়ে যাবে তাদের বাঁচা-মরার লড়াই। জয়ী দল যাবে পরের রাউন্ডে। এই মুহূর্তে পয়েন্টে স্কটিশরা এগিয়ে থাকলেও ওমানের চেয়ে রান রেটে পিছিয়ে আছে তারা। তাই বাংলাদেশের বিপক্ষে দারুণ জয়ের পরও আগেভাগে বিদায় নেওয়ার শঙ্কা আছে তাদের।

সমীকরণ মাথায় আছে ওমান অধিনায়ক জিশান মাকসুদের। তিনি ভালো করেই জানেন, স্কটল্যান্ডের বিপক্ষে জিতলেই সুপার টুয়েলভে যাবেন তারা।   

বাংলাদেশ হারলেও সুযোগ থাকবে, যদি স্কটল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হারে ওমান। একই সুযোগ থাকছে স্বাগতিকদেরও। পাপুয়া নিউ গিনির বিপক্ষে বাংলাদেশ হারলে স্কটল্যান্ডের বিপক্ষে হেরেও শ্রেয়তর রান রেটে পরের ধাপে যেতে পারে তারা।

গাণিতিকভাবে সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি পাপুয়া নিউ গিনিরও (-১.৮৬৭)। তবে রান রেটে অনেক পিছিয়ে থাকায় তাদের বাস্তবিক সম্ভাবনা কমই।