টি-টোয়েন্টি বিশ্বকাপ
টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে তিনটি শতরানের জুটি গড়ার অনন্য কীর্তি গড়লেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।
Published : 23 Jun 2024, 09:06 AM
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্যান্য দলগুলোর টপ-অর্ডারের ব্যর্থতার মাঝে উজ্জ্বল ব্যতিক্রম আফগানিস্তান। বিশেষ করে আগে ব্যাট করা ইনিংসে রীতিমতো দুর্বার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। দুজন মিলে এবার গড়লেন অনন্য এক কীর্তি।
সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় রোববার ভোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে ১৪৮ রান করে আফগানিস্তান। এর কারিগর মূলত দুই ওপেনার গুরবাজ ও ইব্রাহিম। তাদের উদ্বোধনী জুটিতে আসে ১১৮ রান!
এর আগে উগান্ডার বিপক্ষে ১৫৪ ও নিউ জিল্যান্ড ম্যাচে ১০৩ রান যোগ করেন দুই ওপেনার। টি-টোয়েন্টির বিশ্ব আসরে এক টুর্নামেন্টে যে কোনো উইকেটে নির্দিষ্ট দুই ব্যাটসম্যানের তিনটি শতরানের জুটির প্রথম ঘটনা এটি।
এক আসরে দুটি শতরানের জুটি আছে অ্যাডাম গিলক্রিস্ট ও ম্যাথু হেইডেন (২০০৭), রোহিত শার্মা ও ভিরাট কোহলি (২০১৪) এবং মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের (২০২১)।
চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত শতকছোঁয়া উদ্বোধনী জুটি এই তিনটিই। ছয় ম্যাচের মধ্যে আগে ব্যাট করা তিনটিতেই একশ পেরিয়েছে গুরবাজ-ইব্রাহিম জোট। অন্য তিন ম্যাচে ১৫ রানের আগেই ভেঙেছে তাদের বন্ধন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র ১১ ম্যাচে তিনবার শতক ছুঁয়েছে গুরবাজ ও ইব্রাহিমের জুটি। এই সংস্করণে এর চেয়ে বেশি শতরানের নজির আছে আর মাত্র চারটি জুটির। একশ ছোঁয়া আট জুটি গড়ে সবার ওপরে রিজওয়ান ও বাবর।
বোলিং সহায়ক উইকেটে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই রয়েসয়ে খেলেন আফগানিস্তানের দুই ওপেনার। ভাগ্যের সহায়তাও ভালোভাবেই পান তারা। একাধিক রান আউটের সুযোগ হাতছাড়া করে অস্ট্রেলিয়া। অ্যাডাম জ্যাম্পার বলে গুরবাজকে স্টাম্পিং করতে পারেননি ম্যাথু ওয়েড।
চতুর্দশ ওভারে পূর্ণ হয় আফগানিস্তানের একশ রান। এক ওভার পর ৫১ বলে ৬০ রান করা গুরবাজকে ফিরিয়ে ১১৮ রানের জুটি ভাঙেন মার্কাস স্টয়নিস। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে এর চেয়ে বড় জুটি আছে আর দুটি।
উদ্বোধনী জুটি ভাঙনের পর কাঙ্ক্ষিত গতি পায়নি আফগানিস্তানের ইনিংস। ইব্রাহিম ফেরেন ৪৮ বলে ৫১ রান করে৷ শেষের ২৬ বলে মাত্র ৩০ রানে ৬ উইকেট হারিয়ে দেড়শর আগে থামে আফগানরা।