বিপিএলে চিটাগং কিংসের জয়ের পর দলীয় উদযাপনেও ছিলেন এই পেসার, পরে তার আনন্দ রূপ নিল বিষাদে।
Published : 17 Jan 2025, 09:45 AM
বিপিএলে চট্টগ্রাম পর্বের শুরুটা জয় দিয়েই করেছে চিটাগং কিংস। ম্যাচের পর রাতে টিম হোটেলে উদযাপনে সতীর্থদের সঙ্গে হাসি-উল্লাসে মেতে ছিলেন সৈয়দ খালেদ আহমেদ। দলের জয়ে উল্লেখযোগ্য অবদান রাখা পেসার একটু পরই জানতে পারলেন, তার মা আর নেই।
চিটাগং কিংসের দলীয় উদযাপনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছে চিটাগং কিংস। খালেদ ছিলেন সেখানে। একটু পরই দলের সামাজিক মাধ্যমে জানানো হয়, “সৈয়দ খালেদ আহমেদের প্রিয় মায়ের মৃত্যুতে আমাদের গভীর সমবেদনা থাকল। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্তরে জায়গা করে দিন।”
খালেদের বাড়ি সিলেটে। দিন তিনেক আগেই সেখানে ম্যাচ খেলে এসেছেন তিনি। তার মায়ের মৃত্যুতে বিপিএল দল সিলেট স্ট্রাইকার্সের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।
এই ম্যাচে খুলনা টাইগার্সকে ৪৫ রানে হারিয়ে বিপিএলে টানা চতুর্থ জয় পেয়েছে চিটাগং কিংস। চার ওভারে ২৬ রান দিয়ে দুটি উইকেট নেন খালেদ। চলতি আসরে পাঁচ ম্যাচে আট উইকেট নিয়ে এখনও পর্যন্ত দলের দ্বিতীয় সফলতম বোলার তিনি।
৩২ বছর বয়সী পেসার বাংলাদেশের হয়ে খেলেছেন ১৫ টেস্ট ও দুটি ওয়ানডে।