স্বীকৃত টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি এখন ওয়েস্ট ইন্ডিজ কিপার-ব্যাটসম্যানের।
Published : 28 Sep 2024, 03:55 PM
মুখোমুখি প্রথম বলে বাউন্ডারিতে রানের খাতা খুললেন নিকোলাস পুরান। পরের বলে সিঙ্গেল নিয়ে দারুণ এক রেকর্ড নিজের করে নিলেন তিনি। স্বীকৃতি টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের কীর্তিটি এখন ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটসম্যানের।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) শনিবার বারবাডোস রয়্যালসের বিপক্ষে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলতে নেমে রেকর্ডটি গড়েন পুরান। টপকে গেলেন তিনি পাকিস্তান কিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে।
২০২১ সালে ৫৬.৫৫ গড় ও ১৩২.০৩ স্ট্রাইক রেটে টি-টোয়েন্টিতে ২ হাজার ৩৬ রান করেন রিজওয়ান। ৪৮ ম্যাচের ৪৫ ইনিংসে সেঞ্চুরি করেন একটি ও ফিফটি ১৮টি। তার ব্যাট থেকে সেবার চার আসে ১৯৬টি এবং ছক্কা ৫৭টি।
রিজওয়ানের রেকর্ডটি ভাঙতে তার চেয়ে ১৮ ম্যাচ ও ২০ ইনিংস বেশি খেলতে হয়েছে পুরানকে। এখন পর্যন্ত ৬৬ ম্যাচের ৬৫ ইনিংসে ব্যাটিং করে ২ হাজার ৫৯ রান করেছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান। স্ট্রাইক রেট ১৬০.৯৫ ও ব্যাটিং গড় ৪২.০২। নামের পাশে ফিফটি ১৪টি, নেই কোনো সেঞ্চুরি।
চলতি বছরে এখন পর্যন্ত ১৩৯টি চারের সঙ্গে ১৫২টি ছক্কা মেরেছেন পুরান। স্বীকৃত টি-টোয়েন্টিতে এক বছরে যা সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও। তার ধারকাছেও নেই কেউ। ২০১৫ সালে ক্রিস গেইলের মারা ১৩৫ ছক্কা তালিকায় দ্বিতীয়।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এক বছরে ২ হাজার রান করতে পেরেছেন কেবল পুরান আর রিজওয়ানই। ২০২২ সালে ১ হাজার ৯৪৬ রান করে তালিকায় তৃতীয় স্থানে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস।
আর এই বছর টি-টোয়েন্টিতে রান করায় পুরানের আশেপাশেও নেই কেউ। এখন পর্যন্ত ৫৯ ম্যাচ খেলে ১ হাজার ৫৫৫ রান করেছেন দক্ষিণ আফ্রিকার রিজা হেনড্রিকস।
রিজওয়ানকে ছাড়িয়ে যেতে এদিন পুরানের কেবল পাঁচ রান প্রয়োজন ছিল। ব্যাটিংয়ে নেমে মুখোমুখি হওয়া প্রথম দুই বলেই রেকর্ড গড়ে ফেলেন তিনি। ইনিংসটি অবশ্য বেশি বড় করতে পারেননি বাঁহাতি ব্যাটসম্যান। ১ ছক্কা ও ৪টি চারে ১৫ বলে ২৭ রান করে ফেরেন ড্রেসিংরুমে।
অধিনায়ক পোলার্ডের ৪ ছক্কায় ২৭ বলে ৪২, আন্দ্রে রাসেলের ৪ ছক্কা ও ১ চারে ১২ বলে ৩১ রানে মাঝারি পুঁজি পায় ত্রিনবাগো। ১৭৫ রান নিয়ে পরে দারুণ বোলিংয়ে বারবাডসকে ১৪৫ রানে থামিয়ে ৩০ রানের জয় তুলে নেয় তারা।
চলতি সিপিএলে ৯ ইনিংসে ৩১২ রান করেছেন পুরান। ৩৯ গড় ও স্ট্রাইক রেট ১৭৫.২৮, ফিফটি ছুঁয়েছেন দুই ম্যাচে। ২০২৪ সালে আইপিএলে লাক্ষ্ণৌ সুপার কিংস, বিপিএলে রংপুর রাইডার্স সহ আরও অনেক লিগে খেলেছেন পুরান। জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে।