আইসিসি র্যাঙ্কিং
একটি হ্যাটট্রিকসহ নিউ জিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে ৭ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন এই লঙ্কান স্পিনার।
Published : 15 Jan 2025, 03:56 PM
নিউ জিল্যান্ডের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে আলো ছড়িয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে লাফ দিয়েছেন মাহিশ থিকশানা। চার ধাপ এগিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন এই লঙ্কান স্পিনার।
র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। নিউ জিল্যান্ডের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে মোট ৭ উইকেট নিয়ে তৃতীয় স্থানে উঠেছেন থিকশানা।
হ্যামিল্টনে গত বুধবার দল হারলেও দিনটা ব্যক্তিগত পারফরম্যান্সে স্মরণীয় হয়ে থাকবে থিকশানার। সেদিন বৃষ্টিবিঘ্নিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হ্যাটট্রিকসহ চারটি উইকেট নেন তিনি। পরের ম্যাচে অবশ্য তার পারফরম্যান্স বিফলে যায়নি; তিন উইকেট নিয়ে দলের হোয়াইটওয়াশ এড়ানো জয়ে অবদান রাখেন তিনি।
ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ের মতো ক্যারিয়ারে সর্বোচ্চ রেটিং পয়েন্টও পেয়েছেন (৬৬৩) থিকশানা। শীর্ষে থাকা আফগানিস্তানের রাশিদ খানের (৬৬৯) চেয়ে ৬ এবং দুই নম্বর কুলদিপ ইয়াদাভের (৬৬৫) চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে আছেন থিকশানা।
নিউ জিল্যান্ডের পেসার ম্যাট হেনরিও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। সিরিজে ১০.৩৩ গড়ে মোট ৯ উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে অস্ট্রেলিয়ার অ্যাডাম জ্যাম্পার সঙ্গে যৌথভাবে নবম স্থানে আছেন হেনরি।
ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য তেমন পরিবর্তন নেই। শীর্ষে দশে সবাই আছেন আগের অবস্থানেই। সবার ওপরে পাকিস্তানের বাবব আজম। পরের দুটি স্থানে ভারতের রোহিত শার্মা ও শুবমান গিল।
এই সংস্করণে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আগের মতোই আছেন আফগানিস্তানের মোহাম্মদ নাবি।