কিউই অলরাউন্ডারের সেরা ক্যাচ নিয়ে নিজের মত জানালেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক।
Published : 13 Mar 2025, 06:47 PM
চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ফিল্ডার হিসেবে নিজেকে নতুন এক উচ্চতায় নিয়ে গেছেন গ্লেন ফিলিপস। দুর্দান্ত সব ক্যাচ ধরে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সবসময়ের সেরা ফিল্ডারদের ছোট্ট তালিকায় থাকা রিকি পন্টিং একটি জায়গায় দ্বিমত করেছেন ফিলিপসের সঙ্গে। কিউই ক্রিকেটার আসরে যেটাকে নিজের সেরা ক্যাচ বলছেন, অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মনে করছেন অন্য একটি ক্যাচ আরও বেশি ভালো।
সম্প্রতি শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রায় প্রতিটি ম্যাচে ফিল্ডিং দিয়ে চমকে দিয়েছেন ফিলিপস। অতিমানবীয় চেষ্টায় মুঠোয় নিয়েছেন দুর্দান্ত সব ক্যাচ। এই মুহূর্তে তাকে যে কারোর চেয়ে ভালো মনে হচ্ছে পন্টিংয়ের।
চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পর আইসিসি রিভিউয়ে ক্রিস্টাল আর্নল্ডের সঙ্গে আলাপচারিতায় ফিলিপসের ফিল্ডিংয়ে নিজের মুগ্ধতার কথা বলেন পন্টিং। সে সময় কিউই অলরাউন্ডারের সেরা ক্যাচ নিয়ে নিজের মত জানান তিনি।
“আমি তার একটা মন্তব্য দেখেছি, যেখানে সে বলেছে তার ধারণা ফাইনালের ওই ক্যাচটা (শুবমান গিলের শটে নেওয়া) তার সেরা। আমি মনে করি না, এই ক্যাচটা ভিরাট কোহলির (গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেওয়া) ওই ক্যাচের মতো ভালো।”
“আমি ক্যাচটা কয়েকবার দেখেছি, আমি সত্যিই মনে করি, সে এটা দুই হাতে নিতে পারত। এতে ক্যাচটা দেখতে যতটা দর্শনীয় হওয়া উচিত তার চেয়ে বেশিই মনে হয়েছে। তবে তার অন্য ক্যাচগুলো অবিশ্বাস্যরকমের ভালো। তার এমন কিছু আমি টেস্ট ক্রিকেটেও দেখেছি। সে টেস্টে ক্রিকেটে ওই একই জায়গা- ব্যাকওয়ার্ড পয়েন্টে দারুণ কিছু ক্যাচ নিয়েছে।”
ছোট্ট ক্যারিয়ারে এতগুলো দুর্দান্ত ক্যাচের জন্যই অন্যদের চেয়ে ফিলিপসকে এগিয়ে রাখছেন পন্টিং।
“যদি তার হাইলাইটের রিল এক সঙ্গে করেন, তাহলে সে সম্ভবত এখন যে কারোর চেয়ে ভালো। হার্শেল গিবস, এবি ডি ভিলিয়ার্স, অ্যান্ড্রু সাইমন্ডস কিংবা পল কলিংউড যত ম্যাচ খেলেছে সে এখনও তার ধারে কাছে যায়নি, এরা সবসময়ই অসাধারণ ফিল্ডার হিসেবে পরিচিত। আরেক জন হলো (রাভিন্দ্রা) জাদেজা।”
ফিলিপস কি হাতে আঠা মাখিয়ে মাঠে নামেন, মজা করেই প্রশ্ন হয়েছিল একটি সংবাদ সম্মেলনে। তেমন কিছু যে সম্ভব না সেটা সবাই জানেন। তবে কীভাবে এবং কেন ফিলিপস এতটা ভালো এর উত্তর খুঁজছেন অনেকেই। পন্টিং দিলেন নিজের ব্যাখ্যা।
“তার ক্ষিপ্রতা স্রেফ অবিশ্বাস্য। ক্যাচ ধরার জন্য তার নিজেকে ছুঁড়ে দেওয়ার সামর্থ্য এবং এর অনেকগুলো এক হাতে নেওয়া, তাই এটা কেবল ক্ষিপ্রতার ব্যাপার নয়। ক্ষিপ্র হওয়ার পাশাপাশি বল হাতে নিতে হবে, মুঠোয় রাখতে হবে।”