ভুল জার্সি পরে ম্যাচ খেলায় শাস্তি পেলেন ঢাকা ডমিনেটর্সের দুই ক্রিকেটার।
Published : 31 Jan 2023, 10:37 PM
আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ, আউট হয়ে মেজাজ হারানো কিংবা প্রতিপক্ষের সঙ্গে বচসায় জড়িয়ে খেলোয়াড়দের শাস্তির ঘটনা নতুন নয়। তবে এবার দেখা মিলল সম্পূর্ণ ভিন্ন কিছুর। জার্সি-সংক্রান্ত কারণে জরিমানার মুখে মিজানুর রহমান ও আমির হামজা হোতাক।
রংপুর রাইডার্সের বিপক্ষে সোমবারের ম্যাচে দলের নির্ধারিত জার্সির বদলে ভুল জার্সি পরায় ম্যাচ ফি'র ২৫ শতাংশ কেটে রাখা হয়েছে ঢাকা ডমিনেটর্সের এই দুই ক্রিকেটারের। পাশাপাশি দুজনকেই দেওয়া হয়েছে ১টি করে ডিমেরিট পয়েন্ট।
আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাতে এই খবর জানিয়েছে বিসিবি।
উল্লিখিত ম্যাচে নাম-নম্বরবিহীন জার্সি পরে খেলতে নেমে যান ডানহাতি ওপেনার মিজানুর। হামজা তার নিজের নাম লেখা জার্সি পরলেও বুকে ছিল না পৃষ্ঠপোষক কোম্পানির লোগো। যা অন্যদের জার্সিতে স্পষ্ট ছিল।
তাই বিসিবির আচরণবিধির ২.২২ ধারা ভঙ্গের অপরাধে অভিযুক্ত হয়েছেন মিজানুর ও হামজা। যেখানে বলা হয়েছে ম্যাচে ভুল জার্সি পরিধান।
এটিকে লেভেল-১ অপরাধ হিসেবে গণ্য করেছে বিসিবি।
মাঠের দুই আম্পায়ার আলি আরমান রাজন ও প্রাগিথ রামবুকভেলা এবং টিভি আম্পায়ার ডেভিড মিল্নসের অভিযোগের ভিত্তিতে শাস্তির ঘোষণা দেন ম্যাচ রেফারি সেলিম শাহেদ।
মিজানুর ও হামজা নিজেদের অপরাধ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।