শেষ ওভারে স্ট্রাইক না পেয়ে ৯৭ রানে অপরাজিত রয়ে যান শ্রেয়াস, ওই ছয় বল খেলা শাশাঙ্ক সিং শোনালেন অধিনায়কের ব্যক্তিগত মাইলফলকের চেয়ে দলকে প্রাধান্য দেওয়ার গল্প।
Published : 25 Mar 2025, 11:51 PM
আইপিএলে নিজের প্রথম সেঞ্চুরি থেকে স্রেফ একটি বাউন্ডারি দূরে ছিলেন শ্রেয়াস আইয়ার। শেষ ওভারে স্ট্রাইক না পাওয়ায় মাইলফলকটি ছোঁয়ার চেষ্টা করতে পারেননি পাঞ্জাব কিংস অধিনায়ক। ওই ছয় বল খেলা শাশাঙ্ক সিং শোনালেন অধিনায়কের ব্যক্তিগত মাইলফলকের চেয়ে দলকে প্রাধান্য দেওয়ার গল্প।
এবারের আইপিএলে পাঞ্জাবের প্রথম ম্যাচে মঙ্গলবার গুজরাট টাইটান্সের বিপক্ষে সেঞ্চুরির জন্য শেষ তিন ওভারে শ্রেয়াসের দরকার ছিল ১০ রান।
তবে, ওই ১৮ বলের মধ্যে তিনি খেলতে পারেন কেবল চারটি, রান করতে পারেন ৭। তাকে এক প্রান্তে রেখে শেষ ওভারে মোহাম্মদ সিরাজকে পাঁচটি চার মারেন শাশাঙ্ক। আরেক বলে তিনি নেন দুই রান। একটি ওয়াইডসহ এই ওভারে আসে মোট ২৩ রান।
ইনিংস বিরতিতে ধারাভাষ্যকার রাভি শাস্ত্রি শাশাঙ্ককে জিজ্ঞেস করেন, শেষ ওভারে শ্রেয়াসকে স্ট্রাইক দেওয়ার কথা তিনি ভেবেছিলেন কি না। ১৬ বলে ৪৪ রানের ইনিংস খেলা এই ব্যাটসম্যান তুলে ধরেন তাকে দেওয়া অধিনায়কের বার্তা।
“সত্যি বলতে, প্রথম বলেই শ্রেয়াস আমাকে বলেছিল, ‘শাশাঙ্ক, আমার সেঞ্চুরির কথা ভেবো না। শুধু তোমার শট খেলো এবং ভালোভাবে শেষ করো।’ (শেষ) ওভারের আগে সে যেভাবে আমার সঙ্গে কথা বলেছে, তাকে ধন্যবাদ।”
শ্রেয়াসের মনোভাবের প্রশংসা করে তখন শাস্ত্রি বলেন, “দলীয় খেলায় এটা বলাই ঠিক কাজ।”
পাঞ্জাবের হয়ে নেতৃত্বের অভিষেকে আইপিএলে নিজের সর্বোচ্চ ৯৭ রানে অপরাজিত রয়ে যান শ্রেয়াস। তার ৪২ বলের বিধ্বংসী ইনিংস গড়া ৯ ছক্কা ও ৫ চারে।
২০ ওভারে ২৪৩ রানের পুঁজি গড়ে ১১ রানের জয়ে শুভসূচনা করেছে পাঞ্জাব।