শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নৌকার আদলে গড়া নকশা বদলে যাবে, বিসিবির আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে নিয়োগ দেওয়া হবে নামী অডিট ফার্ম।
Published : 29 Aug 2024, 09:40 PM
দরপত্র জমা দেওয়ার শেষ দিন শুক্রবার। এর আগের দিন এলো বড় সিদ্ধান্ত। পূর্বাচলের শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজের দরপত্র গ্রহণ প্রক্রিয়া বাতিল করে দিল বিসিবি।
ফারুক আহমেদ বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় সিদ্ধান্ত বলা যায় এটিই। এছাড়াও একটি স্বাধীন অডিট ফার্ম নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন নতুন সভাপতি। এই স্টেডিয়ামসহ বিসিবির আর্থিক ব্যাপারগুলো খতিয়ে দেখবে এই ফার্ম।
বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে এসব সিদ্ধান্তের কথা জানান ফারুক আহমেদ। তিনি দায়িত্ব নেওয়ার পর প্রথম বোর্ড সভা ছিল এটিই।
সভা শেষে সংবাদ সম্মেলনের শুরুর দিকেই বিসিবি সভাপতি জানান স্টেডিয়ামের দরপত্র বাতিল করার কথা।
“আমাদের যে টেন্ডার প্রসেস ছিল, পূর্বাচলে যে স্টেডিয়াম হওয়ার কথা, টেন্ডার প্রসেসের শেষ দিন ছিল কালকে। এটা বাতিল করেছি আমরা সর্বসম্মতিক্রমে।”
আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও জানা গেছে, স্টেডিয়ামের নাম বদলে যাবে। নৌকার আদলে যে নকশা চূড়ান্ত করা হয়েছিল, বদলে যাবে সেটিও।
দরপত্র প্রক্রিয়া বাতিল করার কারণও ব্যাখ্যা করলেন বিসিবি সভাপতি। এর মধ্যেই এই প্রকল্পের জন্য যত অর্থ করচ হয়েছে, সেখান থেকে কিছু ফিরিয়ে আনার চেষ্টাও করবে বোর্ড।
“বাতিল হয়েছে কারণ… আপনারা জানেন এত বড় প্রকল্পের জন্য মন্ত্রণালয়ের একটা ব্যাপার থাকে। ওখান থেকে আমরা খুব বেশি… হ্যাঁ বা না, কোনোটিই পাইনি… আর যেহেতু সময় নেই, আহামীকালই শেষ দিন, এজন্য আমাদের এটা করতে হতো (বাতিল)। যদি পরিস্থিতির উন্নতি হয়, যদি আমরা মনে করি, রিভাইজ করে কিছু করা যায় কি না, তাহলে আমরা চেষ্টা করব নতুন করে কিছু করার জন্য।"
"এই মাঠ আমরা সবাই মিলে দেখতে যাচ্ছি। কারণ যে টাকাটা খরচ হয়েছে… পুরোনো শতভাগ তো পাওয়া যাবে না, কারণ প্রকল্প অনেক বড় ছিল। ওখান থেকে আমরা ছোট করে… যতটাকা খরচ হয়েছে, কিছু যদি আমরা রিকভারি করতে পারি… ধরুন, খেলার দুটো মাঠ যদি আমরা করতে পারি মূল নকশা ঠিক করে, সেই চেষ্টা করব। কনসালটেন্সি ফার্মকে কিছু টাকা যে দেওয়া হয়েছে, ওখান থেকে যাতে আমরা কিছু রিটার্ন পাই আর কী।”
এই স্টেডিয়ামের জন্য সাবেক সভাপতি নাজমুল হাসানের বোর্ড সরকারের কাছ থেকে পূর্বাচলে নামমাত্র মূল্যে সাড়ে ৩৭ একর জমি পায়। কয়েক হাজার কোটি টাকার এই প্রকল্পের আওতায় সেই জমিতেই গড়ে তোলার কথা পূর্ণাঙ্গ এক ক্রিকেট কমপ্লেক্স, যেখানে থাকবে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামসহ দুটি মাঠ ও অন্যান্য অনেক সুযোগ-সুবিধা।
২০১২ সাল থেকে প্রায় এক যুগ বিসিবি সভাপতির দায়িত্বে ছিলেন নাজমুল হাসান। তার নেতৃত্বাধীন বোর্ডের দায়িত্বে আর্থিক অনিয়ম, দুর্নীতি, সিন্ডিকেট, কমিশন বাণিজ্যসহ অনেক অভিযোগ আছে। সংবাদ সম্মেলনের শুরুতেই ফারুক জানান অডিট ফার্ম নিয়োগ দেওয়ার কথা।
“আমরা একটি ইন্ডিপেন্ডেন্ট অডিট ফার্ম খুব শিগগিরই দেব (নিয়োগ)। শীর্ষ চার ফার্মের মধ্যে একটি, তারা অডিট করবে।”
নাজমুল হাসানের বোর্ডের বিরুদ্ধে যত অনিয়ম-অভিযোগ আছে, এর কিছুটা সত্যতা যে আছে, তা স্বীকার করছেন নতুন সভাপতি।
"কিছু দুর্নীতি তো হয়েছে, এটা আমরা সবাই জানি। এটা অস্বীকার করব না।"
"দুর্নীতি যদি হয়, তাহলে নিশ্চয়ই দুর্নীতি দমন কমিশন সেখানে হস্তক্ষেপ করবে। তবে আমাদের দায়িত্ব হচ্ছে, দুর্নীতি হয়েছে কি না, বা কতটুকু বা কী মাত্রায় হয়েছে, এটা খুঁজে বের করা।"