পাকিস্তান-ইংল্যান্ড সিরিজ
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের অংশগ্রহণ ও দেশটির টেস্ট স্ট্যাটাস নিয়ে দুর্ভাবনার কথাও বললেন একের পর এক পরাজয়ে হতাশ শোয়েব আখতার।
Published : 12 Oct 2024, 03:27 PM
ইংল্যান্ডের বিপক্ষে শোচনীয় পরাজয়ের পর পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে তীব্র হতাশা প্রকাশ করলেন শোয়েব আখতার। সাবেক এই পেসার সামনে আনলেন বাস্তবতা। বললেন, কয়েক দশক ধরেই পাকিস্তানের ক্রিকেটের মান নিম্নমুখী।
মুলতান ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানে হারে পাকিস্তান। টস জিতে প্রথম ইনিংসে দলটি ৫৫৬ রান করার পর এই ফল অভাবনীয়ই। এর আগে বাংলাদেশের বিপক্ষে আগের টেস্ট সিরিজেও দুই ম্যাচেই দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় হোয়াইটশওয়াশড হয় শান মাসুদের দল।
টেস্ট ক্রিকেটে পাকিস্তানের সবশেষ জয় ছয় ম্যাচ আগে। আর ঘরের মাঠে জয়ের জন্য অপেক্ষার প্রহর গিয়ে ঠেকেছে সাড়ে তিন বছরের বেশি সময়ে! এই সময়ে খেলা ১১ ম্যাচের সাতটিতে হেরেছে তারা, অন্য চারটি ড্র।
পাকিস্তানের এমন পারফরম্যান্সে শঙ্কিত শোয়েব। ইংল্যান্ডের বিপক্ষে হারের পর পিটিভি স্পোর্টসে এক অনুষ্ঠানে ক্ষোভ ঝারেন দেশটির সাবেক পেসার।
“যেমন কাজ করবেন, তেমনই ফল পাবেন। কয়েক দশক ধরে, আমি (পাকিস্তানের) অধপতন দেখছি। এই অবস্থা খুবই হতাশার। হেরে যাওয়া ঠিক আছে, কিন্তু খেলাটা কাছাকাছি হতে হবে। গত দুই দিন ধরে আমরা যা দেখেছি, তারা পুরোপুরি আশা ছেড়ে দিয়েছিল। এটিই প্রমাণ করে যে আমরা যথেষ্ট ভালো নই। ইংল্যান্ড আটশর বেশি রান করেছে এবং বাংলাদেশও হারিয়ে দিয়েছে।”
টানা ৬ ম্যাচ হেরে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সবার নিচে পাকিস্তান। সব মিলিয়ে ৮ ম্যাচে মাত্র ১৬.৬৭ শতাংশ পয়েন্ট নিতে পেরেছে তারা।
এমন অবস্থায় টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের অংশগ্রহণ, এমনকি টেস্ট স্ট্যাটাস নিয়েও দুর্ভাবনা প্রকাশ করেন শোয়েব।
“সমর্থকরা বলছে পাকিস্তানকে টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে সরিয়ে নেওয়া উচিৎ। আইসিসিও নিশ্চয়ই চিন্তা করছে, ‘আমাদের কি পাকিস্তানে দল পাঠানো এবং তাদের টেস্ট স্ট্যাটাস বহাল রাখা উচিৎ?’ এটি খুবই হতাশাজনক। পাকিস্তান ক্রিকেট, সমর্থক এবং উঠতি প্রতিভাদের জন্য পীড়াদায়ক এটি। পিসিবিকে এই সমস্যা নিরসনের অনুরোধ করতে চাই আমি।”
মুলতানেই মঙ্গলবার দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।