ভারতীয় ক্রিকেট
অভিজ্ঞ পেসারের নতুন করে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে হবে, বললেন ভারত অধিনায়ক রোহিত শার্মা।
Published : 15 Oct 2024, 08:37 PM
মাঠে ফেরার লড়াইয়ে ফের পিছিয়ে গেলেন মোহাম্মদ শামি। নতুন করে হাঁটুর এক অংশ ফুলে যাওয়ায় বাড়ল ভারতীয় পেসারের পুরোপুরি সুস্থ হওয়ার অপেক্ষা।
গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে আছেন শামি। শুরুতে তার ডান পায়ের পেছনের পেশির চোট অতটা তীব্র মনে হয়নি। তবে পরে তা গুরুতর হয়ে ওঠে এবং ফেব্রুয়ারিতে অস্ত্রোপচার হয় তার পায়ে।
সফল অস্ত্রোপচারের পর সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশ সিরিজ দিয়ে ফেরার আশা ছিল শামির। কিন্তু আশানুরূপ উন্নতি হয়নি তার। যে কারণে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও ফেরা হয়নি ৩৪ বছর বয়সী পেসারের।
এরই মধ্যে নতুন করে হাঁটুতে ফোলা দেখা দেওয়ায় পুনরায় বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে সেরে ওঠার লড়াইয়ে নামতে হচ্ছে তার।
নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে শামির নতুন চোটের কথা জানান ভারতের অধিনায়ক রোহিত শার্মা।
“এই সিরিজ বা অস্ট্রেলিয়া সিরিজে খেলার জন্য সে (শামি) সুস্থ হয়ে উঠবে কিনা, এই বিষয়ে এখনই আমাদের পক্ষে কোনো কিছু বলা কঠিন। তার সেরে ওঠায় সম্প্রতি আরেক ধাক্কা লেগেছে। হাঁটু ফুলে গেছে, যা বেশ অস্বাভাবিক।”
“সে সুস্থ হওয়ার প্রক্রিয়ায় ছিল। শতভাগ সুস্থ হওয়ার খুব কাছেই ছিল-এর মধ্যেই তার হাঁটুতে ফোলা দেখা দিয়েছে। যে কারণে তার পুনর্বাসন কিছুটা পিছিয়ে পড়েছে। তাই তার আবার নতুন করে শুরু করতে হবে।”
নিউ জিল্যান্ড সিরিজের পর বোর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ টেস্ট খেলতে অস্ট্রেলিয়ায় যাবে ভারত। পার্থে আগামী ২২ নভেম্বর শুরু হবে সেই সিরিজের প্রথম টেস্ট।
গুরুত্বপূর্ণ ওই সিরিজে শামিকে পাওয়ার ব্যাপারে ইতিবাচক কিছু বলতে পারেননি রোহিত।
“এখন সে এনসিএতে আছে। ফিজিও ও চিকিৎসকদের সঙ্গে কাজ করছে। আমরা তার ফেরার আশায় আছি৷ আমরা তাকে শতভাগ সুস্থ চাই। সবচেয়ে বড় কথা, অপ্রস্তুত শামিকে আমরা অস্ট্রেলিয়ায় নিয়ে যেতে চাই না। সেটি আমাদের জন্য ভালো সিদ্ধান্ত হবে না।”
বেঙ্গালুরুতে বুধবার শুরু হবে ভারত-নিউ জিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট।