জাতীয় ক্রিকেট লিগ
জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের প্রথম দিন তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন তানজিদ হাসান।
Published : 19 Oct 2024, 06:45 PM
শেখ মেহেদি হাসানের স্টাম্পের ওপর করা ডেলিভারি উড়িয়ে মারলেন তানজিদ হাসান। অল্পের জন্য সীমানা পার হলো না বল। তবে তিনি ঠিকই পৌঁছে গেলেন কাঙ্ক্ষিত ঠিকানায়। দ্বিতীয় রান পূর্ণ করেই তিন অঙ্ক ছোঁয়ার আনন্দে দুই হাত মেলে দিলেন তরুণ ওপেনার।
জাতীয় ক্রিকেট লিগের ২৬তম আসরের উদ্বোধনী দিনে তানজিদের সেঞ্চুরির পর ফরহাদ হোসেনের নব্বইছোঁয়া ইনিংসে বড় সংগ্রহের পথে আছে রাজশাহী।
বৃষ্টিবিঘ্নিত দিনে আরেক ম্যাচে ভালো শুরু করেছে ঢাকা মেট্রো।
তানজিদের সেঞ্চুরিতে ৪০০-এর কাছে রাজশাহী
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনার বিপক্ষে প্রথম দিন শেষে রাজশাহীর সংগ্রহ ৪ উইকেটে ৩৮৫ রান।
আগ্রাসী ব্যাটিংয়ে ১৩৩ বলে ১৪১ রান করে আউট হয়েছেন তানজিদ। তিন অঙ্কের সম্ভাবনা জাগিয়ে ৯১ রানে অপরাজিত ফরহাদ হোসেন।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে ইতিবাচক ব্যাটিং করতে থাকে রাজশাহীর দুই ওপেনার তানজিদ ও সাব্বির হোসেন। ওভারপ্রতি প্রায় ৬ রান করে নিতে থাকেন তারা।
অষ্টম ওভারে সাব্বিরকে ফিরিয়ে জুটি ভাঙেন মেহেদি। ২ চার ও ১ ছক্কায় ২১ বলে ১৮ রান করেন সাব্বির। তিন নম্বরে নামা হাবিবুর রহমান ১৮ বলে ১৩ রান করে ধরেন ড্রেসিং রুমের পথ।
তৃতীয় উইকেট জুটিতে প্রিতম কুমারকে নিয়ে প্রতিরোধ গড়েন তানজিদ। দুজন মিলে যোগ করেন ১০৫ রান।
মধ্যাহ্ন বিরতির পরপর প্রথম শ্রেণির ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরি স্পর্শ করেন তানজিদ। ১৪ চার ও ২ ছক্কায় মাত্র ১০১ বলে মাইলফলকে পৌঁছান তিনি।
প্রিতমকে এলবিডব্লিউ করে জুটি ভাঙেন আল আমিন হোসেন। ৬২ বলে ৪৬ রান করেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। এরপর ফরহাদকে নিয়ে ৭৪ রানের জুটি গড়ে তোলেন তানজিদ।
চা বিরতির কিছুক্ষণ আগে আব্দুল হালিমের বলে বোল্ড হয়ে ফেরেন বাঁহাতি ওপেনার। ১৯ চারের সঙ্গে ৪টি ছক্কায় তিনি সাজান ১৩৩ বলের ইনিংস।
দিনের বাকি অংশে আর বিপদ ঘটতে দেননি ফরহাদ ও শাকিন হোসেন। অবিচ্ছিন্ন জুটিতে ১৩৪ রান যোগ করেছেন দুজন।
১৮৮ বলে ১১টি চার মেরেছেন সেঞ্চুরির দুয়ারে থাকা ফরহাদ। ১১৮ বলে ৬১ রানে অপরাজিত শাকির।
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে)
রাজশাহী ১ম ইনিংস: ৯০ ওভারে ৩৮৫/৪ (তানজিদ ১৪১, সাব্বির ১৮, হাবিবুর ১৩, প্রিতম ৪৬, ফরহাদ ৯১*, শাকির ৬১*; আল আমিন ১৩-০-৮১-১, হালিম ১৪-২-৬০-১, মেহেদি ২৫-৪-১০৭-২, সৌম্য ১০-১-৪১-০, নাহিদুল ১১-২-৩০-০)
ঢাকা মেট্রোর ভালো শুরু
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর মাঠে ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুরু হয় প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর। এরপর আলোকস্বল্পতায় নির্ধারিত সময়ের আগেই শেষ করতে হয় খেলা।
এর মাঝে বরিশালের বিপক্ষে ৪৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১০২ রান করেছে ঢাকা মেট্রো।
টস হেরে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করেন দুই ওপেনার ইমরানুজ্জামান ও আনিসুল ইসলাম। ২১তম ওভারে পূর্ণ হয় তাদের জুটির পঞ্চাশ রান।
ওই ওভারেই রুয়েল মিয়ার ভেতরে ঢোকা ডেলিভারিতে বোল্ড হন আনিসুল। ৭ চারে ৫৯ বলে ৩৬ রান করেন তিনি।
এরপর আর উইকেট পড়েনি। অবিচ্ছিন্ন জুটিতে ৫২ রান যোগ করে বাকি সময় কাটিয়ে দেন ইমরানুজ্জামান ও আইচ মোল্লা। ইমরানুজ্জামান ৩৫ ও আইচ ২৬ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে)
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৪৪ ওভারে ১০২/১ (ইমরানুজ্জামান ৩৫*, আনিসুল ৩৬, আইচ ২৬*; কামরুল ১০-১-২৫-০, রুয়েল ১০-১-২৯-১, মহিউদ্দিন ৫-৩-১৪-০, তানভির ১৪-৫-২০-০, মইন ৪-১-৬-০, সোহাগ ১-০-৪-০)
অন্য দুই মাঠে বৃষ্টির দাপট
প্রথম রাউন্ডের প্রথম দিন বাকি দুই ম্যাচে টস করা যায়নি। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয় দিনের খেলা।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রংপুর ও চট্টগ্রাম এবং খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে খেলবে সিলেট ও ঢাকা।