এনসিএল টি-টোয়েন্টি
এনসিএল টি-টোয়েন্টিতে একার লড়াইয়ে অনেকটা পথ এগিয়ে গেলেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি ফরহাদ রেজা।
Published : 12 Dec 2024, 06:26 PM
রান তাড়ায় ব্যাটিং ধসে দিক হারানো দলকে আশার আলো দেখালেন ফরহাদ রেজা। দুর্দান্ত ব্যাটিংয়ে জাগালেন জয়ের সম্ভাবনা। কিন্তু শেষে গিয়ে পারলেন না অভিজ্ঞ ব্যাটসম্যান। শহিদুল ইসলামের দারুণ বোলিংয়ে রাজশাহীকে হারাল ঢাকা মেট্রো।
সিলেটে এনসিএল টি-টোয়েন্টির আরেক ম্যাচে অলরাউন্ড নৈপুণ্যে ঢাকার বিপক্ষে রংপুরকে জেতালেন চৌধুরি মোহাম্মদ রিজওয়ান।
ফরহাদের তাণ্ডব সামলে মেট্রোর জয়
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীকে ৫ রানে হারিয়েছে ঢাকা মেট্রো। ১৬৩ রানের লক্ষ্যে ইনিংসের শেষ বলে ১৫৭ রানে গুটিয়ে গেছে রাজশাহী।
দুই ম্যাচে মেট্রোর এটি দ্বিতীয় জয়। পয়েন্ট টেবিলেও তাদের অবস্থান দুইয়ে। সমান ম্যাচে রাজশাহীর এটি প্রথম পরাজয়।
ওপরের সারির ব্যাটসম্যানদের ব্যর্থতার ভিড়ে সাত নম্বরে নেমে লড়াই করেন ফরহাদ রেজা। ৭ চার ও ৩ ছক্কায় ৩৫ বলে তিনি খেলেন ৬০ রানের ইনিংস। শেষ পর্যন্ত জেতাতে না পারলেও তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার।
রান তাড়ায় পাওয়ার প্লেতে ৫১ রান করে রাজশাহী। ২৩ বলে ৩৩ রান করা হাবিবুর রহমানের বিদায়ের পর পথ হারাতে শুরু করে তারা। ৮৬ রানে ৭ উইকেট হারিয়ে বড় পরাজয়ের শঙ্কায় পড়ে যায় দলটি।
সেখান থেকে পাল্টা আক্রমণ শুরু করেন ফরহাদ। নবম উইকেট জুটিতে মোহর শেখকে নিয়ে মাত্র ২৩ বলে ৪৬ রান যোগ করেন অভিজ্ঞ ব্যাটসম্যান।
শেষ ওভারে ৩ বলে ৯ রানের সমীকরণে ছক্কার চেষ্টায় ক্যাচ আউট হন ফরহাদ। শেষ হয়ে যায় রাজশাহীর সব আশা।
মেট্রোর পক্ষে ৪ উইকেট নেন শহিদুল ইসলাম।
ম্যাচের প্রথমভাগে মেট্রোর প্রথম পাঁচ ব্যাটসম্যানের সবাই ১৫ রান স্পর্শ করলেও ফিফটি করতে পারেননি কেউ। মোহাম্মদ নাঈম শেখের ব্যাট থেকে আসে ৬ চার ও ২ ছক্কায় ২৩ বলে ৪৩ রান।
এছাড়া গাজী তাহজিবুল ইসলাম ১৮ বলে ৩১ রানের ইনিংস খেললে দেড়শ পার হয় মেট্রো।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা মেট্রো: ১৯.৫ ওভারে ১৬২ (ইমরানউজ্জামান ২১, নাঈম ৪৩, আনিসুল ১৫, শামসুর ২৭, তাহজিবুল ৩১, আমিনুল ৪, আবু হায়দার ৫, রকিবুল ৪, শহিদুল ১, আলিস ১, মারুফ ০*; মেহেরব ১-০-১৬-০, শফিকুল ৪-০-২২-১, মোহর ৩.৫-০-৩৭-৩, নিহাদউজ্জামান ৪-০-৩৩-২, ওয়াসি ২-০-১৫-১, ফরহাদ ৪-০-২০-১, সাব্বির ১-০-১২-১)
রাজশাহী: ২০ ওভারে ১৫৭ (হাবিবুর ৩৩, সাব্বির ০, প্রিতম ১৯, মেহেরব ১, শাকির ৫, কিবরিয়া ১১, ফরহাদ ৬০, নিহাদউজ্জামান ৯, ওয়াসি ৭, মোহর ৫, শফিকুল ৩*; রকিবুল ৪-০-২৭-২, আলিস ৪-০-৩৩-১, মারুফ ৪-০-৪২-১, শহিদুল ৪-০-২৯-৪, আবু হায়দার ৪-০-২৩-২)
ফল: ঢাকা মেট্রো ৫ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ফরহাদ রেজা
রিজওয়ানের অলরাউন্ড নৈপুণ্যে শীর্ষে রংপুর
আলোকস্বল্পতায় নির্ধারিত ওভারের আগেই বন্ধ হওয়া ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ঢাকাকে ২১ রানে হারিয়েছে রংপুর।
বোলারদের দাপটের ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৪০ রান করে রংপুর। পরে ঢাকা ১৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১২ রান করার পর আর খেলা সম্ভব হয়নি। তাই জয়ী ঘোষণা করা হয় রংপুরকে।
পরপর দুই জয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে রংপুর। ঢাকার এটি প্রথম পরাজয়।
ম্যাচে দুই দলের কেউই ফিফটি করতে পারেনি। প্রথম ইনিংসে ৩৬ বলে ৪৫ রানের ইনিংস খেলে রংপুরকে দেড়শর কাছে নিয়ে যান। এছাড়া আকবর আলি ২৮, এনামুল হক করেন ২৬ রান।
রান তাড়ায় ঢাকার কোনো ব্যাটসম্যান ২০ রানও করতে পারেননি। সর্বোচ্চ ১৮ রান আসে আরাফাত সানির ব্যাট থেকে।
ব্যাট হাতে ২০ রানের পর মিডিয়াম পেস বোলিংয়ে ২১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন রংপুরের চৌধুরি মোহাম্মদ রিজওয়ান।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর: ২০ ওভারে ১৪০/৫ (রিজওয়ান ২০, তানবীর ১১, নাঈম ৬, মামুন ১, আকবর ২৮, আরিফুল ৪৫*, এনামুল ২৬*; ইকবাল ৪-০-১৯-১, নাজমুল ৪-০-৩৩-০, এনামুল ৪-০-৩৯-১, সুমন ৪-০-৩০-১, শুভাগত ১-০-১-১, তাইবুর ৩-০-১৭-১)
ঢাকা: ১৭ ওভারে ১১২/৯ (আশিকুর ১৭, সাইফ ১৫, আরিফুল ৮, মাহিদুল ২, আরাফাত ১৮, তাইবুর ৪, শুভাগত ৩, সুমন ১, নাজমুল ১১*, এনামুল ৯, ইকবাল ৬*; মুকিদুল ৪-০-৩৪-২, আলাউদ্দিন ৪-০-২৫-১, গাফফার ৪-০-২৫-০, রিজওয়ান ৪-০-২১-৪, এনামুল ১-০-৪-১)
ফল: ডিএলএস পদ্ধতিতে রংপুর ২১ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: চৌধুরি মোহাম্মদ রিজওয়ান