চ্যাম্পিয়ন্স ট্রফি
নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিলেন পাকিস্তান অধিনায়ক।
Published : 24 Feb 2025, 12:10 AM
প্রায় তিন দশক পর ঘরের মাঠে আইসিসি টুর্নামেন্ট। উপলক্ষটা রাঙাবে কী, গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় এখন পাকিস্তান! নিউ জিল্যান্ডের বিপক্ষে বড় হারের পর ভারতের সঙ্গেও পাত্তা পায়নি তারা। নিজেদের ব্যর্থতা স্বীকার করে পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বলছেন, দুই ম্যাচেই অনেক ভুল করার খেসারত দিতে হয়েছে তাদের।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোববার ভারতের বিপক্ষে লড়াই জমাতেই পারেনি পাকিস্তান। দুবাইয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে দুই বল বাকি থাকতে তারা গুটিয়ে যায় ২৪১ রানে। ভিরাট কোহলির সেঞ্চুরিতে ভারত লক্ষ্য ছুঁয়ে ফেলে ৪৫ বল বাকি থাকতে।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রিজওয়ান বললেন, ব্যাটিংয়ে অন্তত ৪০ রান কম করেছেন তারা।
“আমরা টস জিতলাম, কিন্তু টসের সুবিধা কাজে লাগাতে পারিনি। ভেবেছিলাম, এই পিচে ২৮০ রান ভালো স্কোর। মাঝের ওভারগুলোতে ভারতের বোলাররা খুব ভালো বল করেছে এবং আমাদের উইকেট নিয়েছে। আমি ও সাউদ শাকিল শুরুতে সময় নিয়েছিলাম, কারণ খেলাটা গভীরে নিতে চেয়েছিলাম। এরপর ভুল, দুর্বল শট নির্বাচন। ওরা আমাদের চাপে ফেলেছিল, সে কারণেই আমরা ২৪০ রানে আটকে যাই।”
৪৭ রানে ২ উইকেট হারানোর পর জুটি বাঁধেন রিজওয়ান ও শাকিল। কিন্তু তাদের ব্যাটিং ছিল খুব মন্থর, ১০৪ রানের জুটিতে তারা বল খেলেন ১৪৪টি। দুজনই আউট হন বাজে শট খেলে।
পরে ফিল্ডিংও বাজে হয়েছে পাকিস্তানের। শুবমান গিল ও শ্রেয়াস আইয়ারের ক্যাচ ফেলেছে তারা। এই জায়গাতেও দলকে উন্নতির তাগিদ দিলেন রিজওয়ান।
“আবরার আমাদের একটি উইকেট এনে দিয়েছিল (গিলের), কিন্তু অন্য প্রান্তে তারা সত্যিই ভালো খেলেছে। ভিরাট কোহলি ও শুবমান গিল ম্যাচ থেকে আমাদের অনেক দূরে ঠেলে দিয়েছে। আমাদের ফিল্ডিংয়েও উন্নতি করতে হবে। এই ম্যাচে ও গত ম্যাচে আমরা অনেক ভুল করেছি। আশা করি, এগুলো নিয়ে আমরা কাজ করতে পারব।”
রাওয়ালপিন্ডিতে সোমবার বাংলাদেশের বিপক্ষে নিউ জিল্যান্ড জিতে গেলে এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের।