প্রস্তুতি ম্যাচের দলে সৌম্য-জাকির-শামীম

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশে আছে তারকা ক্রিকেটারদের উপস্থিতি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2023, 04:23 PM
Updated : 14 March 2023, 04:23 PM

আয়ারল্যান্ডের বিপক্ষে এক দিনের প্রস্তুতি ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এই দলে আছেন এক ঝাঁক তারকা ক্রিকেটার।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে বুধবার বিসিবি একাদশের বিপক্ষে খেলবে আইরিশরা। এই ম্যাচ খেলতে মঙ্গলবার সকালে সিলেট চলে গেছেন সৌম্য সরকার, শরিফুল ইসলামরা।

সৌম্য-শরিফুল ছাড়াও এই ১৩ জনে আছেন আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকা ইয়াসির আলি চৌধুরি, নাসুম আহমেদ, জাকির হাসান ও শরিফুল ইসলাম।

নাসুমের পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা রেজাউর রহমান রাজা, শামীম হোসেনকেও রাখা হয়েছে প্রস্তুতি ম্যাচে।

প্রস্তুতি ম্যাচের এই দলে দুটি অপরিচিত নামও রয়েছে। সিলেটে ম্যাচটি খেলার জন্য ডাক পেয়েছেন আশেক আহমেদ রোহান ও আরিদুল ইসলাম। সবশেষ প্রথম বিভাগ ক্রিকেটে উজ্জ্বল পারফরম্যান্স করেন এই দুজন।

ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবের হয়ে ১৬ ম্যাচে ৫ ফিফটিতে আসরের সর্বোচ্চ ৫৫১ রান করেন রোহান। খেলাঘর সমাজকল্যাণ সমিতির হয়ে ১৫ ইনিংসে ৩৭ উইকেট নেন আরিদুল। ওভারপ্রতি স্রেফ ৩.৮৭ রান খরচ করেন বাঁহাতি এই স্পিনার।

বুধবার থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা। প্রস্তুতি ম্যাচের দলে থাকা ক্রিকেটাররা প্রথম দিনের ম্যাচগুলো খেলতে পারবেন না।

বিসিবি একাদশ: সৌম্য সরকার, আশেক আহমেদ রোহান, ইয়াসির আলি চৌধুরি, শামীম হোসেন, জাকের আলি অনিক, শাহাদাত হোসেন দীপু, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, জাকির হাসান, মুশফিক হাসান, আরিদুল ইসলাম আকাশ।