ক্রিকেট দক্ষিণ আফ্রিকা অ্যাওয়ার্ডে বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন বাঁহাতি এই স্পিনার।
আফগানিস্তানে ঘরোয়া লিগের একটি ম্যাচ চলাকালীন কাবুল ক্রিকেট স্টেডিয়ামের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন চার জন।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান বিবৃতিতে জানান, শুক্রবার টি-টোয়েন্টি টুর্নামেন্ট শাপেজা লিগে বান্দ-ই-আমির ড্রাগনস ও পামির জালমির ম্যাচ চলাকালীন এই বিস্ফোরণে দর্শকদের মধ্যে চার জন বেসামরিক নাগরিক আহত হন।
এসিবি স্টাফ ও খেলোয়াড়রা নিরাপদ আছেন বলেও জানান তিনি ।