দারুণ এক অর্জনে সাচিন টেন্ডুলকারের রেকর্ড পেছনে ফেললেন জো রুট।
Published : 01 Dec 2024, 03:27 PM
২৩ রানের ছোট্ট অপরাজিত ইনিংস। দলের জয় সঙ্গে নিয়ে ফেরার পাশাপাশি এই ইনিংসের পথেই দারুণ এক অর্জন ধরা দিল জো রুটের। একটি জায়গায় এখন টেস্ট ইতিহাসের সফলতম ব্যাটসম্যান তিনিই।
নিউ জিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে ৮ উইকেটের জয়ে চতুর্থ ইনিংসে রান তাড়ায় রোববার ২৩ রানে অপরাজিত থাকেন রুট। এই ইনিংসের পথেই তিনি পেছনে ফেলেন সাচিন টেন্ডুলকারকে। ম্যাচের শেষ ইনিংসে টেস্ট ইতিহাসের সবচেয়ে বেশি রান এখন রুটের।
৬০ ইনিংসে ১ হাজার ৬২৫ রান করে এই রেকর্ডের শীর্ষে ছিলেন টেন্ডুলকার। ১১ ইনিংস কম খেলে তাকে টপকে গেলেন রুট। ইংলিশ গ্রেটের রান এখন ১ হাজার ৬৩০।
চতুর্থ ইনিংসে রুটের সেঞ্চুরি দুটি, টেন্ডুলকারের তিনটি। তবে ব্যাটিং গড় রুটের ৪১.৭৯, টেন্ডুলকারের ৩৬.৯৩।
রুটের আগে টেন্ডুলকারের রেকর্ড টপকে যাওয়ার সম্ভাবনা জাগিয়েছিলেন আরেক ইংলিশ গ্রেট অ্যালেস্টার কুক। তবে শেষ পর্যন্ত ১ হাজার ৬১১ রানে থমকে যায় তার টেস্ট ক্যারিয়ার। কুকের ঠিক সমান রান সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথের। ১ হাজার ৫৮০ রান নিয়ে এই রেকর্ডের পাঁচে শিবনারাইন চান্দারপল।
চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড যৌথভাবে ইউনিস খান ও কেন উইলিয়ামসনের। দুজনের শতরান ৫টি করে। উইলিয়ামসনের সামনে সুযোগ আছে ভবিষ্যতে রেকর্ডটি শুধু একার করে নেওয়ার।
চারটি করে সেঞ্চুরি করেছেন সুনিল গাভাস্কার, রিকি পন্টিং, রামনারেশ সারওয়ান ও গ্রায়েম স্মিথ।
চতুর্থ ইনিংসে অন্তত হাজার রান করতে পেরেছেন টেস্ট ইতিহাসে এখনও পর্যন্ত ৩৫ জন। তাদের মধ্যে সেরা ব্যাটিং গড় ইংলিশ গ্রেট জেফ বয়কটের ৫৮.৭৬। তার চেয়ে খুব পিছিয়ে নেই গাভাস্কার (৫৮.২৫)। এছাড়া উইলিয়ামসনের গড় এখানে ৫৩.৯৫, গর্ডন গ্রিনিজের ৫৩.১৯।
চতুর্থ ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। ৪৪ গড়ে ৮৮০ রান করেছেন তিনি ২৪ ইনিংসে ১ সেঞ্চুরি ও ৬ ফিফটিতে।