শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া
টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকা লাহিরু উদারাকেও রাখা রয়েছে অস্ট্রেলিয়া সিরিজের দলে।
Published : 24 Jan 2025, 08:48 PM
প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাটে-বলে উজ্জ্বল পারফরম্যান্সে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন সোনাল দিনুশা। এই স্পিনিং অলরাউন্ডারকে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দল সাজিয়েছে শ্রীলঙ্কা।
দুই টেস্টের সিরিজের জন্য শুক্রবার ১৮ জনের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এই সংস্করণে অভিষেকের অপেক্ষায় থাকা লাহিরু উদারাকেও রাখা রয়েছে দলে। এই ওপেনার ডাক পেয়েছেন মূলত চোটে ভোগা পাথুম নিসাঙ্কার ব্যাকআপ হিসেবে।
নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে গত ১১ জানুয়ারি কুঁচকিতে চোট পেয়েছিলেন নিসাঙ্কা। এখন পুরোপুরি সেরে ওঠেননি তিনি। তাকে অবশ্য রাখা হয়েছে আসছে সিরিজের দলে। তবে তার খেলা নির্ভর করছে ফিট হয়ে ওঠার ওপরে।
অধিনায়ক ধানাঞ্জায়া ডি সিলভাও সাইড স্ট্রেইনের সমস্যায় ভুগছেন। দুই সপ্তাহ আগে এই চোট পেয়েছিলেন তিনি ঘরোয়া ক্রিকেট খেলার সময়।
২০২২ সালে ক্যারিয়ারের একমাত্র টেস্ট খেলা লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসে ফিরেছেন দলে। গত সেপ্টেম্বরে একমাত্র টেস্ট খেলা অফ স্পিনার নিশান পেইরিসকেও রাখা হয়েছে। স্পিন বিভাগকে নেতৃত্ব দেবেন প্রাবাথ জায়াসুরিয়া।
পেস বোলিং সামলাবেন আসিথা ফার্নান্দো, ভিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা ও মিলান রাত্নায়েকে। ব্যাটসম্যানদের মধ্যে নিয়মিতদেরই রাখা রয়েছে।
ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স দিয়ে নজর কাড়েন দিনুশা। গত কয়েক সপ্তাহ ধরে কলম্বো ক্রিকেট ক্লাবের হয়ে দুর্দান্ত খেলছেন তিনি। গত মাসে প্রথম শ্রেণিতে টানা দুটি সেঞ্চুরি করেছেন। শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে নভেম্বরে পাকিস্তানে একটি সেঞ্চুরি ও দুটি ফিফটি উপহার দিয়েছেন ২৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান।
৪৪ প্রথম শ্রেণির ম্যাচে ৪০.০৮ গড়ে দিনুশার রান ২ হাজার ২৮৫। সেঞ্চুরি করেছেন ৬টি, ফিফটি ১২টি। বাঁহাতি স্পিনে উইকেট নিয়েছেন ৯৪টি। ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন ৬ বার, ম্যাচে ১০ উইকেট দুইবার।
কয়েক বছর ধরেই ঘরোয়া ক্রিকেটে ভালো করে জাতীয় দলের নজরে উদারা। এরই মধ্যে একটি টি-টোয়েন্টিও খেলে ফেলেছেন ৩১ বছর বয়সী ব্যাটসম্যান। প্রথম শ্রেণিতে ৯৭ ম্যাচ খেলে ১৩ সেঞ্চুরিতে ৬ হাজার ৬৬৫ রান তার, ব্যাটিং গড় ৪১.১৪।
সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যদিও চলতি চক্রের ফাইনালে খেলার সুযোগ নেই লঙ্কানরা। এরই মধ্যে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা সিরিজের টেস্ট দুটিই হবে গলে। প্রথমটি শুরু আগামী বুধবার ও দ্বিতীয়টি ৬ ফেব্রুয়ারি।
শ্রীলঙ্কা টেস্ট দল: ধানাঞ্জায়া ডি সিলভা (অধিনায়ক), দিমুথ কারুনারাত্নে, পাথুম নিসাঙ্কা (ফিট হওয়া সাপেক্ষে), ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, কুসাল মেন্ডিস, সাদিরা সামারাউইক্রামা, সোনাল দিনুশা, প্রাবাথ জায়াসুরিয়া, জেফ্রি ভ্যান্ডারসে, নিশান পেইরিস, আসিথা ফার্নান্দো, ভিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, মিলান রাত্নায়েকে।