পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখতে যাচ্ছেন শোয়েব মালিকের ভাতিজা ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান।
Published : 16 Jan 2025, 09:57 PM
ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়ে টেস্ট দলে ডাক পাওয়া মুহাম্মাদ হুরাইরা পেতে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুলতান টেস্টে অভিষেক হচ্ছে পাকিস্তানের ২২ বছর বয়সী ব্যাটসম্যানের। তরুণ উঠতি প্রতিভা এই ব্যাটসম্যানের আরেক পরিচয়, অভিজ্ঞ অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক শোয়েব মালিকের সৎ ভাইয়ের ছেলে তিনি।
মুলতান ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার শুরু পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। আগের দিন একাদশ ঘোষণা করেছে স্বাগতিকরা।
এখন পর্যন্ত ৪৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে প্রায় ৪৯ গড়ে ৩ হাজার ৪২৭ রান করেছেন হুরাইরা। তরুণ এই ব্যাটসম্যানের নামের পাশে ৮ সেঞ্চুরির সঙ্গে আছে ১৫টি ফিফটি। এর মধ্যে আছে ৩১১ রানের ইনিংসও। পাকিস্তানে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা দ্বিতীয় সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান তিনি। চাচা শোয়েব মালিক তখন সামাজিক মাধ্যমে লিখেছিলেন, "তোমাকে নিয়ে আমি দারুণ গর্বিত। আরও অনেক পথ পাড়ি দিতে হবে। কঠোর পরিশ্রম করতে থাকো এবং দৃঢ় পায়ে সামনে এগিয়ে যাও।"
গত অগাস্টে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে ছিলেন তিনি। সেবার খেলার সুযোগ হয়নি। এবার এই টেস্ট সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৭৪ ও ৮০ রানের ইনিংস খেলেছেন হুরাইরা। সেটিই মূলত টেস্ট দলের দুয়ার খুলে দিয়েছে তার সামনে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে ফিল্ডিংয়ের সময় অ্যাঙ্কেল মচকে যায় সাইম আইয়ুবের। ৮ টেস্ট খেলা এই ওপেনারের জায়গায় একাদশে ঢুকছেন হুরাইরা। অধিনায়ক শান মাসুদের সঙ্গে ইনিংস শুরু করতে পারেন তিনি।
তিন স্পিনার ও একজন বিশেষজ্ঞ পেসার নিয়ে একাদশ সাজিয়েছে পাকিস্তান। মুলতানের পিচে যে স্পিনারদের জন্য সহায়তা থাকবে, তা অনেকটা পরিষ্কার।
পাকিস্তানের সবশেষ টেস্টের একাদশ থেকে সাইম ছাড়াও পরিবর্তন আছে আরও তিনটি। এই সিরিজে বিশ্রামে থাকা তিন পেসার আমের জামাল, মির হামজা ও মোহাম্মদ আব্বাসের জায়গায় একাদশে ফিরেছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার নোমান আলি, অফ স্পিনার সাজিদ খান ও লেগ স্পিনার আবরার আহমেদ।
একাদশে একমাত্র পেসার খুররাম শাহজাদ এখন পর্যন্ত খেলেছেন ৫ টেস্ট। তার নামের পাশে উইকেট ২০টি।
প্রথম টেস্টের পাকিস্তান একাদশ: শান মাসুদ (অধিনায়ক), মুহাম্মাদ হুরাইরা, বাবর আজম, কামরান গুলাম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আগা, সাজিদ খান, নোমান আলি, খুররাম শাহজাদ, আবরার আহমেদ।